প্রকাশিত: ৩:০৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০২৪
নিউজ ডেস্ক : বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি আজ জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে নবনির্বাচিত সংসদ সদস্যবৃন্দকে শপথ বাক্য পাঠ করান।
শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি। এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু এমপি, হুইপ ইকবালুর রহিম এমপি, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, হুইপ নজরুল ইসলাম বাবু এমপি এবং হুইপ সাইমুম সরওয়ার কমল এমপি।
সংসদ সদস্যগণ শপথ গ্রহণ শেষে শপথ বইয়ে স্বাক্ষর করেন।
জাতীয় সংসদের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। জাতীয় সংসদের ইমাম হাফেজ ক্বারী মাওলানা মুফতি মোহাম্মদ আবু রায়হান কোরআন তেলাওয়াত করেন।
উল্লেখ্য যে, শপথ অনুষ্ঠানে আওয়ামী লীগের সংসদ সদস্য হিসেবে ফজিলাতুন নেসা, তারানা হালিম, ওয়াসিকা আয়শা খান, বেগম মন্নুজান সুফিয়ান, মেহের আফরোজ, আরমা দত্ত, শবনম জাহান, শাম্মী আহমেদ, নাহিদ ইজাহার খান, অপরাজিতা হক, নাজমা আকতার, ফরিদুন্নাহার লাইলী, জ্বরতী তঞ্চঙ্গ্যাঁ, ডা. রোকেয়া সুলতানা, সানজিদা খানমসহ ৪৮ জন এবং দ্বিতীয় ধাপে জাতীয় পার্টির সংসদ সদস্য হিসেবে সালমা ইসলাম ও মোছা: নুরুন নাহার বেগম শপথ গ্রহণ করেন।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
Design and developed by Web Nest