প্রকাশিত: ১:৫১ অপরাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০২৩
আন্তর্জাতিক ডেস্ক : মদিনার মসজিদে নববিতে মহানবীর (সা.) রওজা শরিফ জিয়ারতে নতুন নিয়ম করেছে সৌদি আরব।
দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, এখন থেকে একজন মুসলিম বছরে একবারের বেশি মহানবীর (সা.) রওজা শরিফে যেতে পারবেন না। গালফ নিউজ ও সিয়াসাত ডেইলির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, কোনো মুসলিম শেষবার ভ্রমণের ৩৬৫ দিন পর আবার মহানবীর (সা) রওজা শরিফে যাওয়ার আবেদন করতে পারবেন।
এ জন্য নুসুক বা তাওয়াক্কালনা অ্যাপের মাধ্যমে ভ্রমণপ্রত্যাশীদের এই আবেদন করতে হবে। সে সঙ্গে নিশ্চিত করতে হবে যে ভ্রমণের আবেদনকারী করোনায় আক্রান্ত নন এবং করোনা রোগীর সংস্পর্শে আসেননি।
মদিনার মসজিদে নববীতে হজরত মোহাম্মদের (সা.) সমাধি (রওজা মোবারক)। মক্কায় ইসলামের পবিত্রতম স্থান কাবা শরিফে হজ বা ওমরাহ শেষে মুসলমানরা এ স্থানে যান। তবে মহানবীর (সা.) রওজা জিয়ারত এবং সেখানে প্রার্থনা করতে ইচ্ছুক মুসলিম উপাসকদের সেখানে যাওয়ার আগে সরকারি অনুমতি নিতে হবে।
এদিকে সৌদি সরকারের এমন ঘোষণায় সোশ্যাল মিডিয়ায় অনেককে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে। তারা বলছেন, অনেকেই বছরে কয়েকবার ওমরাহ পালন করতে যান, এ নিয়ম কার্যকর হলে তারা মহানবীর (সা.) রওজা জিয়ারতের সুযোগ পাবেন না।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
Design and developed by Web Nest