দরিদ্র অসহায় আনসার ও ভিডিপি সদস্যদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত: ১:৫২ অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০২৩

দরিদ্র অসহায় আনসার ও ভিডিপি সদস্যদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক : বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সিলেট রেঞ্জ এবং জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্যোগে দরিদ্র-অসহায় আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের মধ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

 

মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকাল ১০টায় সিলেট জেলা আনসার ও ভিডিপি কার্যালয় প্রাঙ্গণে এই কম্বল বিতরণ করা হয়।

 

উক্ত অনুষ্ঠানে সিলেট রেঞ্জের উপ মহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল, বিভিএম, পিভিএমএস, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন।

 

তিনি অসহায় আনসার ও ভিডিপি সদস্য-সদস্যদের উদ্যেশ্যে বক্তব্য প্রদান করেন এবং দেশ ও জাতি গঠনে বিশেষ গুরুত্বারোপ করেন। এছাড়া আনসার ও ভিডিপি সদস্য আইন-শৃংখলা রক্ষার পাশাপাশি আর্থসামাজিক উন্নয়ন, বনায়ন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা, নিরক্ষরতা দূরীকরণ, নারী ও শিশু পাচার রোধ সহ দেশের উন্নয়ন মূলক কর্মকান্ডে নিরলস ভাবে কাজ করার আহ্বান করেন এবং আসন্ন ১২তম জাতীয় সংসদ নির্বাচনে আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের দায়িত্বে পালনে বিশেষ গুরুত্বারোপ করেন।

 

এতে সভাপতির বক্তব্য রাখেন আনসার ও ভিডিপি সিলেট এর জেলা কমান্ড্যান্ট আলী রেজা রাব্বী।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সার্কেল অ্যাডজুট্যান্ট এএসএম এনামুল হক।

 

এছাড়া উপস্থিত ছিলেন- উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. রাশেল গাজী, তানিয়া লাইজু খানম ও আমির হোসেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন