প্রকাশিত: ৩:০০ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২৩
স্পোর্টস ডেস্ক : জয় দিয়ে ‘জাপান প্যারা ব্যাডমিন্টন ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট-২০২৩’ শুরু করেছে বাংলাদেশ। প্রথমবারের মতো টুর্নামেন্টে অংশ নেয়া লাল-সবুজের দল ডাবলসে জয় পেয়েছে।
রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত খেলায় বাংলাদেশ-নিউজিল্যান্ড জুটি হারায় ভারত-ইরান জুটিদ্বয়কে।
ডাবলসে বাংলাদেশের মোহাম্মদ আলী ইমামের সঙ্গী নিউজিল্যান্ডের ওয়াজতেক। পরবর্তী ম্যাচে ভারতের প্রশান্ত কুমার সিনহা-ইরানের কৌরস বাভারসাদ জুটি ইমাম-ওয়াজতেক জুটির সামনে দাঁড়াতেই পারেননি।
বাংলাদেশের ইমাম তার জুটির সঙ্গে ম্যাচ জেতে ২-০ সেটে। যেখানে পয়েন্টের ব্যবধান ছিল ২১-৫ এবং ২১-২। মোট ৩৭টি দেশ এবারের আসরে অংশ নিচ্ছে। দলগুলো বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে পরস্পরের মোকাবিলা করছে। জাপান প্যারা ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন আসরে বাংলাদেশ ডাবলস ছাড়া সিঙ্গেলস এবং মিক্সড ডাবলস ইভেন্টে খেলছে।
ডাবলসে জয় পেলেও আফসোসে পুড়েছেন বাংলাদেশের ইমাম এবং জয়তু ধর। কারণ সিঙ্গেলসে ইভেন্টে দারুণ লড়াই করেও শেষ হাসি হাসতে পারেননি। তবে সামনে আরো ম্যাচ আছে সেখানে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছেন ইমাম-জয়তু দুজনেই। সিঙ্গেলসে প্রথম ম্যাচে জয়তু ধরের প্রতিপক্ষ ছিলেন ভারতের শুভ্রজিৎ মহারানা। ম্যাচটি ২১-১৬, ২১-১৯ এবং ২১-১৮ পয়েন্টের ব্যবধানে হেরেছেন জয়তু। তীব্র প্রতিদ্বন্দ্বতাপূর্ণ ছিল এ লড়াইটি।
অল্পের জন্য জয় হাতছাড়া হয়েছে বাংলাদেশের। হারের ব্যবধান ছিল মাত্র ৩ পয়েন্টের। শুরুতে এগিয়ে থেকেও শেষরক্ষা হয়নি জয়তুর। তবে সামনে ম্যাচে জয়ের জন্যই কোর্টে নামবেন বলে জানিয়েছেন। সিঙ্গেলসের পাশাপাশি জয়তু ডাবলসেও হেরেছেন। ভারতের মানজুনাথ গোবিন্দ ছিলেন জয়তুর সঙ্গী। হেরেছেন ভারতের নেহাল-নবীন জুটির কাছে ২১-১০ ও ২১-১১ পয়েন্ট ব্যবধানে।
জয়তুর মতো সিঙ্গেলসে আফসোসে পুড়েছেন আলী ইমামও। তিন সেটেই লড়াইটা ছিল দুর্দান্ত। চীনের প্রতিযোগী ফু ফাজহাংগের বিরুদ্ধে হেরেছেন ১২-২১, ২১-১৪ ও ২৩-২১ ব্যবধানে। প্রথম সেট জিতেছিলেন বাংলাদেশের ইমাম। পরের দুই সেটেও দারুণ লড়াই করে। বিশেষ করে শেষ সেটটা অল্পের জন্য হাতছাড়া হয়। এগিয়ে থেকেও শেষ পর্যন্ত মাত্র ২ পয়েন্টে।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
Design and developed by Web Nest