বৃহস্পতিবার যুক্তরাজ্য পৌঁছেছে আফগান মহিলা ফুটবল দলের খেলোয়াড়রা

প্রকাশিত: ৫:৪৮ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০২১

বৃহস্পতিবার যুক্তরাজ্য পৌঁছেছে আফগান মহিলা ফুটবল দলের খেলোয়াড়রা

নিউজ  ডেস্কঃ   আফগানিস্তানের ওমেন’স ইয়ুথ ডেভেলপমেন্ট ফুটবল দলের সদস্যরা বৃহস্পতিবার যুক্তরাজ্য পৌঁছেছে। যুক্ত রাজ্যের  ফুটবল ক্লাব নিউ ইয়র্ক রাব্বি ও কার্ডাশিয়ান ওয়েস্টের সহায়তায় পাকিস্তান থেকে যাত্রা করেছিল তারা।
৩০ জন খেলোয়াড় ও তাদের পরিবারের সদস্য সহ মোট ১৩০ জন যাত্রী নিয়ে উড়ে যাওয়া চার্টার্ড বিমানটি গতকাল লন্ডনের নিকটবর্তী  স্ট্যান্ডস্টেড বিমান বন্দরে অবতরণ করে।
এসব খেলোয়াড়দের সমর্থন দেয়ার প্রস্তাব দিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লিডস ইউনাইটেড।
গত আগস্টে তালেবান মিলিশিয়ারা আফগানিস্তানের রাষ্ট্র ক্ষমতা দখল করায় হাজার হাজার আফগান উদ্বাস্তুকে আশ্রয় দিয়েছে ব্রিটেন ও বেশ কয়েকটি দেশ। পশ্চিমা দেশে আশ্রয় পাবার আশায় অনেক আফগান নাগরিক প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছে।
তালেবানরা ক্ষমতায় এসে দেশটির নারীদের শিক্ষা ও স্বাধীনতা কেড়ে নিয়েছে। নিষিদ্ধ করেছে নারীদের খেলাধুলা। এমতাবস্থায়  শতশত নারী ক্রীড়াবিদ ও তাদের পরিবার আতঙ্কগ্রস্ত আফগানিস্তান ছেড়ে পালিয়ে যায়।