সুনামগঞ্জের পাখিমারা হাওরে ‘গ্রামীণ নৌকাবাইচ’ প্রতিযোগিতা সম্পন্ন

প্রকাশিত: ১০:৫৪ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২৩

সুনামগঞ্জের পাখিমারা হাওরে ‘গ্রামীণ নৌকাবাইচ’ প্রতিযোগিতা সম্পন্ন

3

মো: উসমান গণি (সুনামগঞ্জ জেলা প্রতিনিধি) : সুনামগঞ্জের পাখিমারা হাওরে অনুষ্ঠিত হলো গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা। পূর্ব বীরগাঁও ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের যুবসমাজের উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। জমজমাট এই আয়োজন দেখতে হাওর পাড়ে ভিড় করে হাজারো মানুষ। তিনটি পর্বে অনুষ্ঠিত এই বাইচে সেরা হয় সলফ গ্রামের নৌকা ‘সোনারতরী’। ঐতিহ্যবাহী এই খেলা টিকিয়ে রাখতে সরকারি সহযোগিতার তাগিদ দিয়েছেন আয়োজকরা।

সুনামগঞ্জের শান্তিগঞ্জ ‘গ্রামীণ নৌকাবাইচ

“নিজস্ব সংস্কৃতি চর্চা করি, উন্নয়ন সম্ভাবনার সমাজ গড়ি” এই স্লোগানকে সামনে রেখে সোমবার দিনব্যাপী প্রতিযোগীতায় রঙবেরঙে নৌকা প্রতিদ্বন্দ্বীতা করে। ঢুল মন্দিরার তালে তালে নেচে গেয়ে বৈঠা টানেন বাইচালরা। জয়পরাজয়ের দৌঁড়ে পানির উপরে বাতাসের বেগে ছোঁটে চলা নৌকার নৈপুণ্য দেখে মুগদ্ধ হন আগত দর্শনার্থীরা। গ্রাম বাংলার শত বছরের গ্রামীণ বিনোদনের দ্বারা ধরে রাখতে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। দুপুরে গ্রামীণ নৌকাবাইচ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি নিরুল হুদা মুকুট।

1

সুনামগঞ্জের শান্তিগঞ্জ ‘গ্রামীণ নৌকাবাইচ

বীরগাঁও গ্রামের প্রবীণ মুরব্বী তয়ফুর আহমদের সভাপতিত্বে ও সাংবাদিক শহীদনূর আহমেদের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শংকর চন্দ্র দাস, আসাদুজ্জামান সেন্টু, সদস্য অমল কর, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শীতাংশু শেখর সিতু প্রমুখ।

8

সুনামগঞ্জের শান্তিগঞ্জ ‘গ্রামীণ নৌকাবাইচ

নৌকাবাইচ প্রতিযোগিতায় সিলেট সুনামগঞ্জ অঞ্চলের ৭ টি নৌকা অংশগ্রহণ করেন। একেকটি নৌকা লম্বায় ৬০ থেকে ৭০ হাত দৈর্ঘ্য এবং ৫০ থেকে ৮০ জন বাইচাল থাকেন।

সুনামগঞ্জের শান্তিগঞ্জ ‘গ্রামীণ নৌকাবাইচ
প্রতিযোগিতা দেখতে সকাল ১০ টা থেকে পাখিমারা হাওরে জড়ো হন হাজার হাজার দর্শনার্থী। দর্শকদের উপস্থিতিতে মুখরিত হয় হাওরের চারপাশ। এই ধরনের আয়োজন অব্যাহত রাখতে আয়োজদের প্রতি আহ্বান আগত অতিথি ও দর্শনার্থীরা।

8

সুনামগঞ্জের শান্তিগঞ্জ ‘গ্রামীণ নৌকাবাইচ

প্রধান অতিথির বক্তব্যে নুরুল হুদা মুকুট বলেন, নৌকাবাইচ প্রতিযোগিতা গ্রামবাংলা ইতিহাস ঐতিহ্যের নির্দশন। বর্তমান আওয়ামী লীগ সরকার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে নানাভাবে সহযোগিতা করে আসছে। সুস্থ্য বিনোদন চর্চায় এমন আয়োজনের প্রশংসা করে আগামীতে জেলা পরিষদের পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন তিনি।

সুনামগঞ্জের শান্তিগঞ্জ ‘গ্রামীণ নৌকাবাইচ

3

নৌকাবাইচ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে সলফ সোনার তরী, দ্বিতীয় স্থান বীরগাঁওয়ের বীর পবন এবং ধলমৈনশা স্বপ্নের তরী তৃতীয় স্থান অর্জন করে।

পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সংশ্লিষ্টরা।

এ সংক্রান্ত আরও সংবাদ

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
8