প্রকাশিত: ১০:০৪ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০২৪
নিউজ ডেস্ক : ইচ্ছা ছিল স্বপ্নের দেশ কানাডা যাওয়া। স্বপ্ন পূরণের লক্ষ্যে নিজ বাড়ি বালাগঞ্জ থেকে সিলেটের আম্বরখানায় একটি এজেন্সিতে টাকা জমা দিতে আসছিলেন বুধবার (২০ নভেম্বর) সকালে। পথেই বাঁধে বিপত্তি। মোগলাবাজার থানাধীন বটেরতল এলাকায় আসা মাত্রই সাড়ে ৮ লাখ টাকা ছিনতাই হয়ে হুমায়ূন আহমেদের (২৫) কাছ থেকে।
হুমায়ূন বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের মুকুট মিয়ার ছেলে।
জানা যায়, বুধবার (২০ নভেম্বর) সকালে মাহানগরের আম্বরখানার একটি এজেন্সিতে কানাডার যাওয়া জন্য সাড়ে ৮ লাখ টাকা জমা দিতে সিএনজি অটোরিকশায় রওনা দেন হুমায়ূন। বেলা ১১দিকে মোগলাবাজার থানাধীন বটেরতল এলাকায় আসলে একটি মোটরসাইকেলে থাকা দুই জন তার কাছ থেকে সাড়ে ৮ লাখ টাকা ছিনতাই করে নিয়ে যায় বলে অভিযোগ করেন। পরে টাকা উদ্ধারে মোগলাবাজার থানার দ্বারস্থ হন ভুক্তভোগী হুমায়ূন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি এন্ড মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আম্বরখানায় একটি এজেন্সিতে টাকা জমা দিতে আসার সময় হুমায়ূন নামে এক ব্যক্তির কাছ থেকে সাড়ে ৮ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ এসছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। কিভাবে ছিনতাই হয়েছে, টাকার পরিমান তা আমরা বের করার চেষ্টা করছি।
মোগলাবাজার থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, ছিনতাইয়ের ঘটনায় হুমায়ূন নামের এক ব্যক্তি থানায় অভিযোগ করেছেন। তার অভিযোগের প্রেক্ষিতে পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমরা সিএনজি চালক সহ আশপাশের লোকজনের সাথে কথা বলছি। বিস্তারিত পরে জানানো যাবে।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest