প্রকাশিত: ১০:৫৭ পূর্বাহ্ণ, আগস্ট ৬, ২০২৩
আন্তর্জাতিক ডেস্ক : ফিলিপাইনের কোস্টগার্ডের অভিযোগ, বিতর্কিত দক্ষিণ চীন সাগরে চীনের কোস্টগার্ড তাদের নৌযানের ওপর জলকামান ব্যবহার করেছে এবং তাদের আটকে দিয়েছে।
তারা বলেছে, বিরোধপূর্ণ স্প্র্যাটলি দ্বীপপুঞ্জের একটি দ্বীপে অবস্থানরত ফিলিপিনো সৈন্যদের জন্য সরঞ্জাম বহনকারী নৌযানগুলোকে যখন তাদের একটি জাহাজ পথ দেখাচ্ছিল, তখন এই ঘটনা ঘটে।
বিবিসি।
যুক্তরাষ্ট্র বেইজিংয়ের এই ‘ভয়াবহ কর্মকাণ্ডের’ নিন্দা জানিয়েছে। এই ঘটনার জন্য দেশটি চীনের মেরিটাইম মিলিশিয়াকে দোষারোপ করেছে। এই হামলার ঘটনায় চীন সরাসরি কোনো মন্তব্য করেনি।
বেইজিং প্রায় সমগ্র দক্ষিণ চীন সাগরের দাবি করে, যার মধ্যে স্প্র্যাটলি দ্বীপপুঞ্জও রয়েছে, যেটির আংশিক দাবি ফিলিপাইনও করে। আরও মালয়েশিয়াসহ কয়েকটি দেশও দাবি করে থাকে।
এক বিবৃতিতে ফিলিপাইন কোস্ট গার্ড (পিসিজি) বলছে, শনিবার তাদের নৌযানগুলো স্প্র্যাটলি দ্বীপপুঞ্জের সেকেন্ড থমাস শোল অভিমুখে যাওয়ার সময় ওই ঘটনা ঘটে।
তারা চীনের এই কর্মকাণ্ডকে মাত্রাতিরিক্ত ও বেআইনি বলে আখ্যা দিয়ে বলেছে, এটি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।
এদিকে, মার্কিন পররাষ্ট্র দপ্তর ফিলিপাইনের মিত্রদের পক্ষে সমর্থন জানিয়ে বিবৃতিতে বলেছে, জলকামান ব্যবহার এবং অনিরাপদ অবরোধমূলক কৌশল প্রয়োগ, ফিলিপাইনের নৌচলাচলের স্বাধীনতায় চীনের হস্তক্ষেপ। এটি ফিলিপাইনের নৌযান ও ক্রুদের নিরাপত্তা বিপন্ন করেছিল।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
Design and developed by Web Nest