প্রকাশিত: ১:১৭ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২৩
অনলাইন ডেস্ক : পার্লামেন্ট একটি বিতর্কিত খসড়া আইনকে সমর্থন দেওয়ায় জর্জিয়ার রাজধানী তিবিলিসিতে ব্যাপক বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। বুধবার বিবিসি এ তথ্য জানিয়েছে।
বিলটির সমালোচকরা জানিয়েছেন, এই আইনটিতে সংবাদপত্রের স্বাধীনতা সীমাবদ্ধ করা হয়েছে এবং এতে সুশীল সমাজকে দমনের সুযোগ রাখা হয়েছে। বিলটিতে বলা হয়েছে, যেসব বেসরকারি সংস্থা (এনজিও) এবং স্বাধীন সংবাদমাধ্যম বিদেশ থেকে ২০ শতাংশের বেশি তহবিল গ্রহণ করে তাদেরকে বিদেশি এজেন্ট হিসাবে ঘোষণা করতে হবে।
বিরোধীরা এটিকে রাশিয়ার আইনের অনুরুপ হিসাবে বর্ণনা করেছে যা জর্জিয়ার প্রাণবন্ত নাগরিক সমাজ এবং স্বাধীন মিডিয়াকে কলঙ্কিত করবে এবং দমন করবে।
বুধবার পার্লামেন্ট ভবনের বাইরে জনতাকে ছত্রভঙ্গ করতে দাঙ্গা পুলিশ জলকামান ও পিপার স্প্রে ব্যবহার করেছে।
একজন প্রতিবাদকারী বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ‘আমরা সবাই জানি আইনটি রাশিয়ান… আমরা সাবেক সোভিয়েত ইউনিয়নের অংশ হতে চাই না, আমরা ইউরোপীয় ইউনিয়নের অংশ হতে চাই, আমরা পশ্চিমপন্থী হতে চাই।’
সরকার বলছে, বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন এবং পুলিশের সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
Design and developed by Web Nest