আকাশ রঞ্জনের ‘পরহেজগার মেয়ে’ ওরা

প্রকাশিত: ২:১৬ পূর্বাহ্ণ, নভেম্বর ১২, ২০২৫

আকাশ রঞ্জনের ‘পরহেজগার মেয়ে’ ওরা

1

বিনোদন ডেস্ক :না ট্যকার, অভিনেতা ও পরিচালক আকাশ রঞ্জন। এক দশকের বেশি সময় ধরে তিনি বাংলাদেশের নাট্যাঙ্গনের সঙ্গে সম্পৃক্ত। জীবনধর্মী গল্প নিয়েই কাজ করতে তিনি স্বাচ্ছন্দ্যবোধ করেন। নির্মাণের পাশাপাশি অভিনয়ে সরব আকাশ।

4

সম্প্রতি তিনি অভিনয় করেছেন ‘পরহেজগার মেয়ে’ নামের একটি একক নাটকে। এতে তার বিপরীতে অভিনয় করেছেন জান্নাতুন তাজরি ওরা। এই নাটকের মাধ্যমে অভিনয়ে নাম লেখালেন তিনি। নাটকটিতে ওরা কুসুম চরিত্রে অভিনয় করেছেন। আকাশ রঞ্জনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন নাজমুল হুদা নাজিম।

1

 

 

নতুন নাটক প্রসঙ্গে আকাশ রঞ্জন দৈনিক রূপালী বাংলাদেশকে বলেন, ‘নাটকের নাম দেখলেই বোঝা যায় ধর্মভীরু মেয়েকে ঘিরে গল্প এগিয়ে যাবে। ভালো বউয়ের মূল্য অনেক পরিবার দিতে পারে না। নাটকটিতে বার্তা আছে। নতুন মুখ হিসেবে ওরা বেশ ভালো অভিনয় করেছেন। লেগে থাকলে অনেক দূরে যাবে। আশা করছি, নাটকটি সবার ভালো লাগবে।’

7

 

‘পরহেজগার মেয়ে’ নাটকে আরও অভিনয় করেছেন মম শিউলি, রাহুল দেব রাজ প্রমুখ। কাব্য মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত নাটকটি খুব শিগগিরই প্রচার হবে বলে জানা গেছে।

6

 

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
8