প্রকাশিত: ১০:০৮ পূর্বাহ্ণ, অক্টোবর ১৭, ২০২৫
স্পোর্টস ডেস্ক : বিমানবন্দরে জাতীয় দলের ক্রিকেটারদের প্রতি অশোভন আচরণের ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সংযুক্ত আরব আমিরাত থেকে ওয়ানডে সিরিজ শেষে দেশে ফেরার সময় কিছু দর্শক ক্রিকেটারদের উদ্দেশ্যে গালিগালাজ ও ক্ষোভ প্রকাশ করেন।
বিশেষ করে ওপেনার নাঈম শেখের গাড়ির সামনে দাঁড়িয়ে তাকে লক্ষ্য করে কটু মন্তব্য করেন কয়েকজন।
এই ঘটনাকে কেন্দ্র করে নাঈম পরে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের হতাশার কথা জানালেও, দর্শকদের এমন আচরণে ক্ষুব্ধ বিসিবি। বোর্ডের এক পরিচালক জানিয়েছেন, ঘটনাটিকে হালকাভাবে দেখা হচ্ছে না। বরং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা নিয়ে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
এরই মধ্যে আরেকটি বিতর্ক তৈরি হয়েছে ফেসবুকে ভাইরাল হওয়া এক পোস্টকে ঘিরে। সেখানে এক ব্যক্তি দাবি করেছেন, মিরপুরের কিছু ভাই মিলে একটা টিম গঠন করা হচ্ছে যারা মাঠে গিয়ে দলের খেলা দেখতে আসা দর্শকদের শায়েস্তা করবে।
বিসিবির এক পরিচালক গণমাধ্যমকে বলেন, ‘দুটি ঘটনাই এখন আইনশৃঙ্খলা বাহিনীর নজরে রয়েছে। সরকারও বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখছে। আমরা চাই মাঠ হোক ক্রিকেটার ও দর্শকদের জন্য সম্পূর্ণ নিরাপদ। ’
তিনি আরও বলেন, ‘খেলায় হার-জিত থাকবে, সমালোচনাও হতে পারে। কিন্তু গালাগাল বা হুমকি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ’




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest