প্রকাশিত: ১০:০৩ পূর্বাহ্ণ, অক্টোবর ১৭, ২০২৫
স্পোর্টস ডেস্ক : ফুটবল দুনিয়ায় আবারও নতুন চমক নিয়ে আসলেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আকস্মিক এক ঘোষণায় তিনি জানান, আগামী ডিসেম্বর যুক্তরাষ্ট্রের মায়ামিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে অনূর্ধ্ব-১৬ বয়সভিত্তিক আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট ‘মেসি কাপ’।
মেসি তার পোস্টে লিখেছেন, ‘আমি অবশেষে বলতে পারছি, প্রতিশ্রুতিশীল তরুণ ফুটবলারদের জন্য একটি বিশেষ টুর্নামেন্ট ডিসেম্বরে মায়ামিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এখানে বিশ্বের সেরা কিছু ক্লাব অংশ নেবে। এটি পরের প্রজন্মের জন্য, আশা করি সবাই উপভোগ করবে।’
৬ দিনব্যাপী এই টুর্নামেন্ট চলবে ৯ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ইন্টার মায়ামির নিজস্ব মাঠ চেজ স্টেডিয়াম এবং ক্লাবটির অনুশীলন মাঠে।
প্রথম আসরে অংশ নিচ্ছে বিশ্বের আটটি নামী ক্লাবের অনূর্ধ্ব-১৬ দল:
ইন্টার মায়ামি (যুক্তরাষ্ট্র), বার্সেলোনা (স্পেন), ম্যানচেস্টার সিটি (ইংল্যান্ড), রিভার প্লেট (আর্জেন্টিনা), ইন্টার মিলান (ইতালি), নিওয়েলস ওল্ড বয়েজ (আর্জেন্টিনা), অ্যাথলেটিকো মাদ্রিদ (স্পেন) এবং চেলসি (ইংল্যান্ড)।
টুর্নামেন্টের ফরম্যাট অনুযায়ী, আট দলকে দুই গ্রুপে ভাগ করা হবে। প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল উঠবে সেমিফাইনালে। সব মিলিয়ে অনুষ্ঠিত হবে ১৮টি ম্যাচ।
এই আয়োজনের পেছনে রয়েছে মেসির নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান ‘৫২৫ রোজারিও’।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, ‘মেসি কাপ’ শুধুমাত্র একটি ফুটবল টুর্নামেন্ট নয়, এটি একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম, যেখানে খেলাধুলা, সংস্কৃতি ও উদ্ভাবন একত্রে মিশবে।
প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা টিম পাস্তোরে বলেন, মেসি কাপ হলো আজকের ফুটবল ও আগামী দিনের খেলোয়াড়দের এক মহামিলন।
জানা গেছে, এই আয়োজনে মেসি নিজেও সরাসরি যুক্ত থাকবেন। তরুণ ফুটবলারদের অনুপ্রেরণা দেওয়া এবং নতুন প্রতিভা গড়ে তুলতে এই টুর্নামেন্টকে অনেকেই দেখছেন বিশ্ব ফুটবলে ‘মেসি ব্র্যান্ড’-এর নতুন অধ্যায় হিসেবে।
দেখা যাক, মেসির এই নতুন উদ্যোগ ভবিষ্যৎ ফুটবল প্রতিভা গড়ে তুলতে কতটা সফল হয়।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest