প্রকাশিত: ১০:২৮ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২৫
স্পোর্টস ডেস্ক : আফগানিস্তানের শরণার্থী নারী ফুটবল দল আগামী মাসে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ম্যাচ খেলতে যাচ্ছে। ফিফার সহযোগিতায় আয়োজিত এই চার দলীয় টুর্নামেন্ট বসবে দুবাইয়ে।
প্রতিযোগিতায় আফগান শরণার্থী দল মুখোমুখি হবে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত, চাদ ও লিবিয়ার। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ২৩ থেকে ২৯ অক্টোবর।
২০১৮ সালের পর এই প্রথম কোনো আনুষ্ঠানিক প্রতিযোগিতায় নামছে আফগান নারী দল। ২০২১ সালে তালেবান ক্ষমতায় ফেরার পর দেশে নারী ক্রীড়া কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যায়।
যদিও আফগান ফুটবল ফেডারেশন ফিফার বৈষম্যবিরোধী নীতির আওতায় দায়িত্ব পালন করছে, তবু এখনো তাদের আন্তর্জাতিক ফুটবল থেকে নিষিদ্ধ করা হয়নি।
ফিফা এক বিবৃতিতে জানিয়েছে, এ আয়োজনের লক্ষ্য হলো বিশ্বজুড়ে নারীদের ফুটবলের অধিকার নিশ্চিত করা, স্বপ্নপূরণের পথ তৈরি করা এবং খেলার মাধ্যমে বিকশিত হওয়ার সুযোগ দেওয়া।
উল্লেখ্য, চাদ ও লিবিয়ার নারী দল এখনো ফিফার র্যাংকিং তালিকায় নেই। সংযুক্ত আরব আমিরাত রয়েছে ১১৭তম স্থানে। টুর্নামেন্টের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করবে ফিফার নিজস্ব স্ট্রিমিং প্ল্যাটফর্ম।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest