প্রকাশিত: ১১:৩১ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২৫
স্পোর্টস ডেস্ক : সোশ্যাল মিডিয়ায় ফাঁস হলো ব্যালন ডি’অর ২০২৫-এর ফলাফল। সাংবাদিক পাবলো গিরাল্ট তার সামাজিক যোগাযোগমাধ্যমে ২০২৫ সালের ব্যালন ডি’অরের ভোটের ফল প্রকাশ করেছেন।
তার ফাঁস হওয়া পোস্টে দেখা গেছে, ব্যালন ডি’অর ২০২৫-এ বিজয়ী হলেন বার্সেলোনা ও স্পেনের উইঙ্গার লামিনে ইয়ামাল।
দ্বিতীয় স্থানে রয়েছেন পিএসজি ফরোয়ার্ড উসমান দেম্বেলে এবং তৃতীয় স্থানে পিএসজি মিডফিল্ডার ভিতিনহা।
এর আগে, সিআইইএস ফুটবল অবজারভেটরি সেরা ফুটবলারদের নিয়ে করা সম্প্রতি গবেষণাভিত্তিক র্যাঙ্কিং প্রকাশ করেছেন। সেখানে শীর্ষস্থান রয়েছেন বার্সেলোনার এই তরুণ তারকা ইয়ামাল।
সিআইইএস তাদের এই তালিকা তৈরিতে গত বছরের পারফরম্যান্সকে ভিত্তি হিসেবে ধরেছে, যেখানে মোট ছয়টি ভিন্ন ভিন্ন খেলার ক্ষেত্র, ম্যাচের গুরুত্ব ও ফলাফল বিশ্লেষণ করে প্রতিটি খেলোয়াড়ের জন্য একটি নির্দিষ্ট স্কোর নির্ধারণ করা হয়েছে।

এই পদ্ধতির মাধ্যমে শুধু গোলের সংখ্যা বা অ্যাসিস্টের মতো প্রচলিত পরিসংখ্যান নয়, বরং মাঠের সামগ্রিক প্রভাবকে মূল্যায়ন করা হয়েছে।
এই র্যাঙ্কিংয়ে শীর্ষ ১০০ জন খেলোয়াড়ের মধ্যে বার্সার ১৮ বছর বয়সি উইঙ্গার লামিন ইয়ামাল প্রথম স্থান অধিকার করে ফুটবল বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন।
তার পরই রয়েছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে এবং বার্সেলোনার আরেক মিডফিল্ডার পেদ্রি গনজালেস।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest