জাপানের বিমানবন্দরে ধরা খেল পাকিস্তানের ‘নকল’ ফুটবল দল

প্রকাশিত: ১১:২৩ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২৫

জাপানের বিমানবন্দরে ধরা খেল পাকিস্তানের ‘নকল’ ফুটবল দল

6

ছবি: এআইয়ের সাহায্যে তৈরি

1

স্পোর্টস ডেস্ক : জালিয়াতি করে ভুয়া ফুটবল দল বানিয়ে জাপানে পাড়ি দেওয়ার চেষ্টা করার সময় পাকিস্তানের এক দল অভিবাসনপ্রত্যাশী বিমানবন্দরে ধরা পড়েছেন। তাদের সব ভুয়া কাগজপত্র ধরা পড়ে, পরে জাপানের বিমানবন্দর কর্তৃপক্ষ তাদের পাকিস্তানে ফেরত পাঠিয়ে দিয়েছে।

 

পাকিস্তানের শিয়ালকোট বিমানবন্দর থেকে ২২ জনের একটি দল ‘গোল্ডেন ফুটবল ট্রায়াল’ নামের ভুয়া ক্লাবের নামে কাগজপত্র তৈরি করে জাপানের উদ্দেশে উড়াল দেয়। জাপানের একটি ক্লাবের নামে ভুয়া আমন্ত্রণপত্র বানিয়ে ১৫ দিনের ভিসা নিয়েছিল তারা। এ ছাড়া পাকিস্তান ফুটবল ফেডারেশনের নামে ভুয়া অনুমতিপত্র এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের নামে নকল সরকারি আদেশও তৈরি করেছিল।

 

7

পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ) জানিয়েছে, সিয়ালকোট থেকে একটি ফুটবল দল জাপানে গিয়েছিল। সেই দলের প্রত্যেকে ভুয়া নথি নিয়ে জাপানে গিয়েছিলেন। ফুটবলার হিসেবে যে পরিচয়পত্র তারা জাপানের সংশ্লিষ্ট কর্মকর্তাকে দেন, সেগুলো নকল ছিল। সন্দেহ হওয়ায় দলের সবাইকে প্রাথমিকভাবে বিমানবন্দরে আটকে রাখা হয়। সব কিছু খতিয়ে দেখার পর তাদের পাকিস্তানের বিমানে তুলে দেয়া হয়।

 

6

তদন্তে জানা যায়, চক্রটির মূল হোতা মালিক ওয়াকাস। তিনি নকল ক্লাব তৈরি করে সেই ক্লাবের সদস্যদের কিছুদিন ফুটবল প্রশিক্ষণ দিয়ে খেলোয়াড়ের মতো আচরণ শেখান। প্রতি জনের কাছ থেকে ৪০ লাখ রুপি (প্রায় ১৩ থেকে ১৫ হাজার মার্কিন ডলার) নেওয়া হয়েছিল।

 

6

জাপানে খেলার সময়সূচি পর্যন্ত উল্লেখ করা ছিল নথিতে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, জাপানি কর্তৃপক্ষ দ্রুতই ভুয়া নিবন্ধন সনদ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের জাল ছাড়পত্রসহ একাধিক অসংগতি ধরতে সক্ষম হয়। এরপর সবাইকে দেশে ফেরত পাঠায় জাপান কর্তৃপক্ষ।

 

এফআইএ জানিয়েছে, মালিক ওয়াকাসকে গ্রেপ্তার করে গুজরানওয়ালা থানায় মামলা হয়েছে। জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন, এর আগে ২০২৪ সালের জানুয়ারিতেও একই কৌশলে ১৭ জনকে জাপানে পাঠিয়েছিলেন। তার কাছ থেকে জাল নথি, ফুটবল ফেডারেশনের ভুয়া লেটারহেডসহ নানা প্রমাণ জব্দ করেছে তদন্তকারীরা।

 

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
4