কোচিংয়ের লাইসেন্স পেলেন জামাল ভূঁইয়া

প্রকাশিত: ৬:২৯ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২৫

কোচিংয়ের লাইসেন্স পেলেন জামাল ভূঁইয়া

8

স্পোর্টস ডেস্ক : ফুটবল খেলা অবস্থায় নতুন অধ্যায়ের সূচনা করলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। খেলোয়াড়ি জীবনের পাশাপাশি কোচিং পেশাতেও নিজেকে প্রস্তুত করছেন তিনি।

8

 

এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) থেকে তিনি পেয়েছেন কোচিংয়ে ডিপ্লোমার সনদ।

8

 

নিজের অফিসিয়াল ফেসবুক পেজে এ খবরটি নিজেই নিশ্চিত করেছেন জামাল। তিনি লিখেছেন, ‘আপনাদের জানাতে পেরে আমি খুবই আনন্দিত এবং গর্বিত যে, আমি কোচিংয়ে ডিপ্লোমার সনদ পেয়েছি। এই লাইসেন্সটি আমি এশিয়ান ফুটবল কনফেডারেশন থেকে অর্জন করেছি।’

5

 

বিশ্ব ফুটবলে অনেক খেলোয়াড়ই তাদের পেশাদার ক্যারিয়ার শেষে কোচিংকে বেছে নেন। এখন একই পথে হাঁটছেন জামাল ভূঁইয়াও।

 

এদিকে, নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলতে আজ সন্ধ্যায় ঢাকা ছাড়ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ফুটবল ফেডারেশন ঘোষিত ২৩ সদস্যের এই দলে অধিনায়ক হিসেবে থাকছেন জামাল ভূঁইয়া।

 

1

তবে নেপাল সফরে দলের সাথে নেই হামজা দেওয়ান চৌধুরী ও সামিত সোম। নেপালে ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে ৫ ও ৯ সেপ্টেম্বর।

 

এই সফরের পর, বাংলাদেশ দল এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে অংশ নেবে। আগামী ৯ অক্টোবর নিজেদের মাঠে হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ এবং এরপর ১৪ অক্টোবর হংকংয়ের মাটিতে ফিরতি ম্যাচ খেলবে।

 

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
3