দ্রুততম মানবের মুকুট ফিরে পেলেন ইমরানুর

প্রকাশিত: ৭:৩৮ পূর্বাহ্ণ, আগস্ট ২২, ২০২৫

দ্রুততম মানবের মুকুট ফিরে পেলেন ইমরানুর

5

ইমরানুর রহমান (বামে)। ছবি: সংগৃহীত

4

 

স্পোর্টস ডেস্ক : ট্র্যাক অ্যান্ড ফিল্ডে বর্তমান সময়ে বাংলাদেশের সবচেয়ে বড় তারকা ইমরানুর রহমান। গত সাত-আট মাস ছিলেন ট্র্যাকের বাইরে। চোটের কারণে শেষ করতে পারেননি নিয়ে গত বছর প্যারিস অলিম্পিকের দৌড়।

 

4

তবে দীর্ঘ লড়াই শেষে ট্র্যাকে ফিরেছেন ইমরানুর। শুক্রবার (২২ আগস্ট) জাতীয় অ্যাথলেটিকসের সামার মিটে অংশ নিয়ে আবার দেশের দ্রুততম মানব হয়েছেন ৩২ বছর বয়সি এই স্প্রিন্টার।

 

গত ফেব্রুয়ারিতে ৪৮তম জাতীয় অ্যাথলেটিকস প্রতিযোগিতায় দেশের দ্রুততম মানবের মুকুট হারিয়েছিলেন ইমরান। তার অনুপস্থিতিতে দ্রুততম মানবের খেতাব ফিরে পান মোহাম্মদ ইসমাইল। সেই ইসমাইলকে হারিয়েই আজ আবার দেশের দ্রুততম মানব হলেন ইমরানুর।

 

1

তিন বছরের ব্যবধানে দেশের অন্যতম সেরা স্প্রিন্টারের খেতাব জিতেছেন যুক্তরাজ্য প্রবাসী এই ক্রীড়াবিদ। ১০০ মিটারে জাতীয় রেকর্ড গড়েছেন। টানা তিনবার হয়েছেন দ্রুততম মানব।

 

২০২৩ সালে এশিয়ান ইনডোর চ্যাম্পিয়নশিপে ৬০ মিটারে সেরা হয়ে তাক লাগিয়ে দিয়েছিলেন ইমরানুর। এছাড়া লন্ডনের একটি মিটে ১০.১১ সেকেন্ডে দৌড়ে গড়েছিলেন নতুন রেকর্ড। এই টাইমিং এখন বাংলাদেশের জাতীয় রেকর্ড হিসেবেও গণ্য হচ্ছে।

4

 

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
4