এক ফোনালাপে ২৭ হাজার রুপির বিল

প্রকাশিত: ৬:৪৮ পূর্বাহ্ণ, আগস্ট ১৯, ২০২৫

এক ফোনালাপে ২৭ হাজার রুপির বিল

1

স্পোর্টস ডেস্ক : ২০০৮ সালে শ্রীলঙ্কা সফরে ভারতের জয়ে উচ্ছ্বসিত ছিলেন হরভজন সিং। তবে সতীর্থদের সঙ্গে উল্লাস ভাগ করার চেয়েও তার কাছে বেশি গুরুত্বপূর্ণ ছিল লন্ডনে থাকা গীতা বসরার সঙ্গে কথা বলা।

4

 

আর সেই একটি ফোনকলই তাদের সম্পর্কের সমীকরণ চিরদিনের জন্য বদলে দেয়।

7

 

২০০৭ সালে ইংল্যান্ড সফরে এক বন্ধুর পার্টিতে হরভজন ও গীতার প্রথম দেখা হয়েছিল। তবে সে সময় কেবল পরিচয়টুকুই হয়েছিল। এক বছর পর শ্রীলঙ্কা সফরে খেলার ফাঁকে তাদের সম্পর্ক নতুন মাত্রা পায়।

 

তখনো মোবাইল ফোনে কথা বলার খরচ বেশ চড়া ছিল। সেই যুগে অনেকে টাকার কথা ভেবে মিসড কল দিয়ে বার্তা পাঠাতেন। কিন্তু সেই রাতে হরভজন-গীতার প্রেমালাপের কাছে ফোনের বিলের অঙ্ক ছিল একেবারেই সামান্য।

 

কলম্বো থেকে লন্ডন, ঘণ্টার পর ঘণ্টা ফোনে কথা চলল। সেই এক রাতের ফোনকলের বিল এসেছিল প্রায় ২৭ হাজার রুপি! তবে সেই বিশাল অঙ্কের টাকা মোটেও বিফলে যায়নি।

 

সেই ফোনালাপই তাদের আরও কাছে এনেছিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে ভারতের সাবেক অফ স্পিনার নিজেই সেই বিশেষ ফোনকলের স্মৃতিচারণ করেছেন।

 

3

দীর্ঘ প্রেমের পর ২০১৫ সালের ২৯ অক্টোবর পাঞ্জাবি রীতি মেনে বিবাহবন্ধনে আবদ্ধ হন হরভজন ও গীতা। বর্তমানে গীতা চলচ্চিত্র থেকে দূরে থেকে সংসার নিয়ে ব্যস্ত।

 

অন্যদিকে, ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর হরভজন নিয়মিত ধারাভাষ্য দেন এবং রাজনীতিতেও যোগ দিয়েছেন।

5

 

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
7