বাইসাইকেল কিকে বিশ্বকাপের স্মৃতি ফেরালেন ব্রাজিলের রিচার্লিসন

প্রকাশিত: ১০:১৯ পূর্বাহ্ণ, আগস্ট ১৭, ২০২৫

বাইসাইকেল কিকে বিশ্বকাপের স্মৃতি ফেরালেন ব্রাজিলের রিচার্লিসন

3

স্পোর্টস ডেস্ক : ২০২২ বিশ্বকাপে সার্বিয়ার বিপক্ষে বাইসাইকেল কিকে দুর্দান্ত এক গোল করেছিলেন ব্রাজিলের রিচার্লিসন। পরে টুর্নামেন্টের সেরা গোলের খেতাব জেতে তার সেই স্ট্রাইক। এবার প্রিমিয়ার লিগে টটেনহ্যামের জার্সিতে অবিশ্বাস্য সেই গোলের স্মৃতি ফিরিয়েছেন ব্রাজিলের এই নাম্বার নাইন।

1

 

গতকাল শনিবার প্রিমিয়ার লিগের নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামে গেল মৌসুমের ইউরোপা লিগ চ্যাম্পিয়ন টটেনহ্যাম। ঘরের মাঠে এদিন বার্নলিকে ৩-০ গোলে হারিয়ে পূর্ণ ৩ পয়েন্ট অর্জন করেছে দলটি। ম্যাচে টটেনহ্যামের পক্ষে দুই গোল করেছেন রিচার্লিসন, এক গোল এসেছে গত মৌসুমে টটেনহ্যামের টপ স্কোরার ব্রেনান জনসনের পায়ে।

 

1

ম্যাচে দলের এবং নিজের দ্বিতীয় গোলটি দিয়ে সবাইকে চমকে দিয়েছে রিচার্লিসন। ম্যাচের ৬০ মিনিটে ডান প্রান্ত দিয়ে দারুণ কারিকুরিতে বল দখলে রেখে তার উদ্দেশে বল বাড়ান ঘানার ফরোয়ার্ড মোহাম্মদ কুদুস। সে বল শূন্যে থাকা অবস্থায় হাওয়ায় নিজের শরীর ভাসিয়ে দিয়ে বাইসাইকেল কিকে বল জালে পাঠান রিচার্লিসন।

 

২০২২ সালে টটেনহ্যামে যোগ দিলেও একাদশে নিজের জায়গা পাকা করতে পারেননি এই ব্রাজিলিয়ান। গত মৌসুমে ইংলিশ স্ট্রাইকার ডমিনিক সোলানকি নিয়মিত নাম্বার নাইন পজিশনে খেললে সুযোগ আরও সীমিত হয়ে আসে রিচার্লিসনের। তবে নতুন কোচ থমাস ফ্রাঙ্ক তাকে নতুন লাইফলাইন দিয়েছেন।

 

কয়েকদিন আগে ইউয়েফা সুপার কাপে পিএসজির বিপক্ষে গোল না পেলেও তার পারফরম্যান্স ছিল নজরকাড়া। এবার প্রিমিয়ার লিগে মৌসুমের প্রথম ম্যাচেই পেয়ে গেলেন জোড়া গোল।

7

 

1

আগামী শনিবার (২৩ আগস্ট) ইতিহাদ স্টেডিয়ামে ম্যানচেস্টার সিটির বিপক্ষে লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে টটেনহ্যাম।

 

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
3