প্রকাশিত: ৯:০৭ পূর্বাহ্ণ, জুলাই ২৬, ২০২৫
স্পোর্টস ডেস্ক : দীর্ঘ জল্পনা-কল্পনা আর রাজনৈতিক টানাপোড়েন শেষে অবশেষে নিশ্চিত হলো এশিয়া কাপ ২০২৫ এর সূচি। ঢাকায় অনুষ্ঠিত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সফল বৈঠকের পর সকল অনিশ্চয়তা কেটে গিয়েছিল।
এরপর ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যেই সূচি প্রকাশের কথা ছিল। এবার এসিসির চেয়ারম্যান মহসিন নাকভি নিজেই এই খবর নিশ্চিত করলেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) মহসিন নাকভি জানিয়েছেন, এবারের এশিয়া কাপের আসর শুরু হবে ৮ সেপ্টেম্বর এবং ফাইনাল অনুষ্ঠিত হবে ২৮ সেপ্টেম্বর।
গুঞ্জন সত্যি করে, এবারের আসরের ভেন্যু হিসেবে নির্বাচিত হয়েছে সংযুক্ত আরব আমিরাত।
নিজের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে এসিসি চেয়ারম্যান লিখেছেন, আমি আনন্দের সাথে নিশ্চিত করছি যে, সংযুক্ত আরব আমিরাতে পুরুষদের এসিসি এশিয়া কাপ ২০২৫ অনুষ্ঠিত হবে।
মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্টটি চলবে ৮ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। আমরা দারুণ এক ক্রিকেট উৎসবের প্রত্যাশায় আছি! পূর্ণাঙ্গ সূচি খুব শিগগিরই প্রকাশিত হবে।
এশিয়া কাপ আয়োজন নিয়ে নানা বিতর্ক, টানাপড়েন এবং রাজনৈতিক উত্তেজনার কারণে গত কিছুদিন ধরে অনিশ্চয়তা বিরাজ করছিল।
তবে গত বৃহস্পতিবার (২৪ জুলাই) ঢাকায় এসিসির একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে ভারতসহ বেশ কয়েকটি দেশের অংশগ্রহণে সংশয় থাকলেও, শেষ পর্যন্ত ভারত অনলাইনে যোগ দিয়েছিল।
এবং অন্যান্য দেশগুলোও সরাসরি উপস্থিত ছিল। এই বৈঠকের পরই এশিয়া কাপ আয়োজন নিয়ে সকল শঙ্কা দূর হয়।
ক্রিকবাজের খবর অনুযায়ী, শনিবার (২৬ জুলাই) অথবা সর্বোচ্চ সোমবারের মধ্যেই এশিয়া কাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশিত হওয়ার কথা ছিল।
আনুষ্ঠানিক পূর্ণাঙ্গ সূচি এখনও প্রকাশ না হলেও, এসিসির চেয়ারম্যান নিজেই টুর্নামেন্ট শুরুর এবং শেষ হওয়ার দিনক্ষণ ঘোষণা করে ক্রিকেটপ্রেমীদের মাঝে স্বস্তি ফিরিয়েছেন




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest