প্রকাশিত: ৬:২৮ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৬, ২০২৫
নিউজ ডেস্ক :: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার কামালবাজার ইউনিয়নের গুপ্তরগাও হাফিজিয়া দাখিল মাদ্রাসায় (আজ ৬ ডিসেম্বর) শনিবার প্রথম বারের মতো আফলাতুন নেছা হিফযুল কোরআন বৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। সকাল ৯টা থেকে দুপুর ৩টা পযন্ত অনুষ্টিত এ পরীক্ষায় অংশগ্রহণ করেন কামালবাজার ইউনিয়নের সবকয়টি হাফিজিয়া মাদ্রাসার ছাত্ররা।
পরীক্ষা শুরুর আগে বৃত্তি পরীক্ষা পরিচালনা কমিটির সভাপতি সহকারী অধ্যাপক শামছুল হক বিন আফতাবের সভাপতিতে ও পরীক্ষা নিয়ন্ত্রক হাফিজ কারী এম এ রহিমের পরিচালনার সংক্ষিপ্ত বক্তব্য রাখেন প্রধান উপদেষ্ঠা সোনাফর আলী লন্ডনী, সহসভাপতি আজাদ মিয়া, আফলাতুন নেছা-পীর বকস ফাউন্ডেশনের চেয়ারম্যান ছোয়াব আলী মেম্বার, প্রধান পরীক্ষক মাওলানা আব্দুল মতিন, পরীক্ষক জুবায়ের আহমদ। দোয়া পরিচালনা করেন গুপ্তরগাও কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফিজ মাওলানা আলী আহমদ।
ইসলামী শিক্ষা প্রসারে এবং তরুণ হাফিজদের অনুপ্রাণিত করতে ও তাদের প্রতিভা বিকাশে, শিক্ষার্থীদের যোগ্যতা যাচাই ও উৎসাহ বাড়ানো, আগামী প্রজন্মকে ইসলামী মূল্যবোধে প্রতিষ্ঠিত করতে এ ধরনের উদ্যোগ। ধর্মীয় চেতনা, নৈতিকতা ও ইসলামী মূল্যবোধে সমৃদ্ধ প্রজন্ম গড়ে তুলতে আফলাতুন নেছা হিফযুল কোরআন বৃত্তি পরীক্ষার আয়োজন। উল্লেখ আফলাতুন নেছা-পীর বকস ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে বিভিন্ন শিক্ষা-উদ্যোগ বাস্তবায়ন করছে।
পরীক্ষা কেন্দ্রটি পরিদশন করেন কামালবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ইকরামুল হক, লালাবাজারের ইকরা আদশ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল আহাদ, গুপ্তরগাও হাফিজিয়া দাখিল মাদরাসার সহকারী শিক্ষক রাগিব আলী, সমাজসেবী আব্দুল ওয়াহাব, সাংবাদিক আবদুল কাদির রাজু, সাংবাদিক রিয়াজ মিয়া ও মোতাওয়াল্লি শফিকুর রহমান।
পরিচালনা পরিষদের মধ্যে উপস্থিত ছিলেন উপদেষ্টা শফিক মিয়া ও হাফিজ আব্দুল হক, পরিবেশ ও শিশু বিষয়ক সম্পাদক মিছবাহ উদ্দিন মনজু , সমাজসেবা সম্পাদক জয়নাল আবেদীন, ধর্ম বিষয়ক সম্পাদক ইউনুছ আহমদ সুহেল, অর্থ সম্পাদক রহমত আলী খোকন, সদস্য আবুল হাসনাত নয়ন ও নাবিদ হাসান।
হিফজুল কোরআন বৃত্তি পরীক্ষা সফল ভাবে সম্পন্ন করতে যারা সহযোগীতা করেছেন তাদের অভিনন্দন ও পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সফলতা কামনা করেছে বৃত্তি পরীক্ষা পরিচালনা কমিটির সভাপতি শামছুল হক বিন আফতাব, সহ-সভাপতি আজাদ মিয়া ও পরীক্ষা নিয়ন্ত্রক হাফিজ আব্দুর রহিম।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest