প্রকাশিত: ১১:৫৫ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৬, ২০২৫
নিউজ ডেস্ক : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সিলেট মহানগর আহ্বায়ক কমিটির যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন তাসনিয়া আক্তার লুবনা। পেশাগত জীবনে তিনি শিক্ষকতা পেশায় নিয়োজিত। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর থেকেই তিনি নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির সঙ্গে কাজ করে আসছেন।
তাসনিয়া আক্তার লুবনা বলেন, ‘জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সিলেট মহানগরের যুগ্ম সদস্য সচিব হিসেবে আমাকে মনোনীত করায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাই। এই আস্থা প্রমাণ করে—এনসিপি আজ যোগ্যতা, পরিশ্রম ও সংগঠনের ভিত্তিতেই নেতৃত্ব নির্বাচন করে। সিলেট মহানগরে সুস্থ রাজনীতি, স্বচ্ছ নেতৃত্ব ও পরিবর্তনের রাজপথ গড়ে তুলতে আমি আরও নিষ্ঠার সঙ্গে মাঠে কাজ করে যাব। যারা দুর্নীতি, স্বজনপ্রীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে দেশকে পিছিয়ে দিয়েছে—এনসিপি তাদের বিরুদ্ধে জনগণের শক্তিশালী কণ্ঠস্বর। আমরা জনগণের অধিকার, ন্যায়বিচার ও উন্নয়নের রাজনীতিতেই বিশ্বাসী।’
তিনি আরও বলেন, ‘কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশনা ও সিলেটবাসীর সমর্থন নিয়ে এনসিপিকে মহানগরে আরও শক্তিশালী ও সংগঠিত করে তুলব, ইনশাআল্লাহ। পরিবর্তনের পথে এগিয়ে যাওয়ার এই লড়াইয়ে সবার দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করছি।’
এদিকে, জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর থেকেই তিনি এনসিপির সঙ্গে যুক্ত আছেন। দলটি রাজনৈতিক সংগঠন হিসেবে আত্মপ্রকাশের পর থেকে তিনি সক্রিয়ভাবে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়ে আসছেন বলেও জানা গেছে।
সম্প্রতি অ্যাডভোকেট মো. আব্দুর রহমান আফজালকে আহ্বায়ক এবং মো. কিবরিয়া সারওয়ারকে সদস্য সচিব করে ১০১ সদস্যবিশিষ্ট জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সিলেট মহানগর শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় কমিটির অনুমোদনক্রমে প্রকাশিত এই নবগঠিত কমিটি সিলেট মহানগরে দলের সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি আনবে বলে আশা করা হচ্ছে।
দলীয় নেতৃবৃন্দ জানান, নবগঠিত আহ্বায়ক কমিটি সিলেট মহানগরে এনসিপির সাংগঠনিক ভিত্তি সুদৃঢ় করা, তৃণমূল পর্যায়ে দলকে আরও সক্রিয় করা এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কমিটি ঘোষণার পর মহানগরসহ তৃণমূল নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest