সিলেটে ২৪ ঘন্টায় পুশইন ৫০

প্রকাশিত: ৮:২৯ পূর্বাহ্ণ, জুন ২৭, ২০২৫

সিলেটে ২৪ ঘন্টায় পুশইন ৫০

5

নিউজ ডেস্ক : বৃহত্তর সিলেটের জৈন্তাপুরের লালাখাল ও মিনাটিলা এবং শ্রীমঙ্গলের জাম্বুরাছড়া সীমান্ত দিয়ে ২৪ ঘন্টার মধ্যে ৫০ জনকে ঠেলে দিয়েছে বিএসএফ।

7

 

বৃহস্পতিবার ভোর থেকে শুক্রবার ভোর রাত পর্যন্ত সময়ের মধ্যে তাদেরকে এই ৩ সীমান্ত দিয়ে পুশইন করা হয়।

1

 

এরমধ্যে সিলেটের জৈন্তাপুর উপজেলার লালাখাল ও মিনাটিলা সীমান্ত দিয়ে ১৪ রোহিঙ্গাসহ ৩১ জনকে বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গত শুক্রবার ভোররাতে এই ঘটনা ঘটে। তাদের মধ্যে ১৪ জন রোহিঙ্গা ও ১৭ জন বাংলাদেশি নাগরিক রয়েছেন বলে নিশ্চিত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 

জানা যায়, শুক্রবার ভোর রাতে জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) আওতাধীন লালাখাল বিওপি’র টহল দল সীমান্ত সংলগ্ন বাগছড়া এলাকা থেকে ১৪ রোহিঙ্গা নাগরিককে আটক করে। বিজিবি জানায়, ভারতের ৪/জালিয়াখোলা বিএসএফ ক্যাম্প সংলগ্ন মেইন পিলার ১৩০১ থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের ভেতরে তাদের প্রবেশ করিয়ে দেওয়া হয়। বিজিবির তৎপরতায় সাথে সাথে তাদের আটক করা হয়।

 

আটককৃত রোহিঙ্গাদের মধ্যে রয়েছেন ৪ জন পুরুষ, ৪ জন নারী এবং ৬ জন শিশু। তাদের সবাই মিয়ানমারের নাগরিক এবং তারা কক্সবাজারের শরনার্থী ক্যাম্প থেকে পালিয়ে ভারতে গিয়েছিলেন। সেখান থেকে বিএসএফ তাদের বাংলাদেশে ফেরত পাঠায়।

 

4

অন্যদিকে, একই রাতে জৈন্তাপুর উপজেলার মিনাটিলা সীমান্ত দিয়ে কুড়িগ্রামের বিভিন্ন এলাকার ১৭ জন বাংলাদেশিকে পুশইন করা হয়। তাদের মধ্যে রয়েছেন ৫ জন পুরুষ, ৫ জন নারী এবং ৭ জন শিশু।

 

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান জানান, বিজিবি আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনি প্রক্রিয়ায় থানায় হস্তান্তর করেছে। ১৭ জন বাংলাদেশিকে আদালতে এবং ১৪ জন রোহিঙ্গাকে কক্সবাজারের উখিয়া ক্যাম্পে পাঠানো হয়েছে।

 

বিষয়টি নিশ্চিত করে জকিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জুবায়ের আনোয়ার, পিএসসি বলেন, বাংলাদেশের সীমান্ত নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি সর্বদা সজাগ। সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে এবং বিএসএফের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।

 

এদিকে, বৃস্পতিবার ভোরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের জাম্বুরাছড়া সীমান্ত দিয়ে ১৯ বাংলাদেশি প্রবেশ করেন। তারা একটি পরিত্যক্ত বাড়িতে অবস্থান করছিলেন। এ সময় জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ কল পেয়ে পুলিশ তাঁদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।

6

 

ফেরত আসা কয়েকজন বলেন, তারা দালালের মাধ্যমে সীমান্ত পেরিয়ে ভারতে গিয়েছিলেন। ভারতীয় পুলিশ তাঁদের ধরে বিএসএফের কাছে হস্তান্তর করে। পরে বিএসএফ তাদের সীমান্তে এনে কাঁটাতারের গেট খুলে জোর করে বাংলাদেশে পাঠিয়ে দেয়।

 

 

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
4