বাবর আজমকে দলে ভেড়ানোর চেষ্টা মোহামেডানের

প্রকাশিত: ১:৩০ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০২১

বাবর আজমকে দলে ভেড়ানোর চেষ্টা মোহামেডানের

4

প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের আসন্ন মৌসুমের সূচি রয়েছে আগামী মার্চ মাসে। তার আগে দল গোছানো প্রায় শেষ করে ফেলেছে ক্লাবগুলো। আসন্ন ডিপিএলের জন্য বেশ শক্ত স্কোয়াড তৈরি করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। সাকিব আল হাসানের পর মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, তাসকিন আহমেদদের দলে ভিড়িয়েছে। এবার বিদেশী কৌটায় আরও বড় চমক দেখানোর চেষ্টা করছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। ইতিমধ্যেই বাবর আজমের সঙ্গে আলোচনা শুরু করেছে মোহামেডানের কর্তারা।

মোহামেডানের ক্রিকেট কমিটির প্রধান মাসুদুজ্জামান বলেন, ‘বাবর আজমের সঙ্গে আমাদের আলাপ-আলোচনা চলছে। এখন পর্যন্ত কোনোকিছু চূড়ান্ত হয়নি, তবে আলোচনা চালিয়ে যাচ্ছি। ওই সময়ে যদি ওদের জাতীয় দলের কোনো খেলা না থাকে তাহলে আসতে পারে। দেখা যাক কী হয়।’

7

বর্তমান সময়ের অন্যতম সেরা ব্যাটারের সাথে যদি ব্যাটে-বলে সবকিছু মিলে তাহলেই কেবল মোহামেডানের জার্সি গায়ে দেখা যেতে পারে পাকিস্তানের এই ব্যাটারকে। বাবরের অন্তর্ভুক্তি নিঃসন্দেহে বাড়াবে সাদা-কালোদের শক্তি

5

মোহামেডান দল: পারভেজ হোসেন ইমন, আব্দুল মজিদ, রনি তালুকদার, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, শুভাগত হোম, সোহরাওয়ার্দি শুভ, নাজমুল ইসলাম অপু, রুবেল মিয়া, সাগর (উইকেটরক্ষক), আবু জায়েদ চৌধুরী রাহি, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, ইয়াসিন আরাফাত মিশু, শাকিল (উইকেটরক্ষক), এনামুল, সালাউদ্দিন শাকিল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আরিফুল ইসলাম (অনূর্ধ্ব-১৯ মিডল অর্ডার ব্যাটসম্যান), ইমন (অনুর্ধ্ব-১৯ লেগ স্পিনার)।

8

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
5