প্রকাশিত: ৮:২৯ অপরাহ্ণ, মে ৭, ২০২৫
মো. উসমান গনি সুনামগঞ্জ জেলা প্রতিনিধি :হাওরাঞ্চল সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার সবখানেই এখন ধান কাটা, মাড়াই আর শুকানোর ধুম। নাওয়া-খাওয়া ভুলে এখন চলছে ধান ঘরে তোলার তোড়জোড়৷ শঙ্কা কাটিয়ে ইতিমধ্যে হাওরের শতভাগ ধান কাটা শেষ হয়েছে। এখন চলছে পুরোদমে ধান মাড়াইয়ের কাজ। এই মুহূর্তে কৃষাণ-কৃষাণীরা ব্যস্ত সময় কাটাচ্ছেন ধান গোলায় তোলার কাজে। তাদের সহায়তা করছেন কৃষক পরিবারের অন্য লোকজন।
সরেজমিন উপজেলার বিভিন্ন হাওরে ঘুরে দেখা যায়, উপজেলার হাওরে হাওরে ধান কাটা, প্রতিটি খলা, বাসা-বাড়ির উঠান, ছাদ এবং সড়কে ধান শুকানোর কাজ চলছে বিরামহীনভাবে। কেউ কেউ আবার হোড়া তৈরি করেছেন ধান পাহারা দেয়ার জন্য। ধান ঘরে তুলতে পেরে খুশি প্রতিটি কৃষক পরিবার৷
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় শেষের পথে বোরো ধান কাটার মৌসুম। মাঠে রোদ্দুর আর কৃষকের মুখে প্রশান্তির ছায়া। এ যেন প্রকৃতির সঙ্গে মানুষের জয়ের গল্প। উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী হাওরে এখন পর্যন্ত প্রায় শতভাগ ধান কাটা শেষ হয়েছে।
বোরো মৌসুমের শুরুটা যতটা মসৃণ ছিল, মাঝপথে ততটাই অনিশ্চয়তায় পড়েছিল কৃষকের মন। আবহাওয়া ছিল কিছুটা অস্থির।একদিন রোদ, পরদিন হঠাৎ বৃষ্টি। হাওরের মাঠে দাঁড়িয়ে ধান যখন পাকতে শুরু করেছে, তখন এ ধরনের বৃষ্টিপাত কৃষকদের মধ্যে শঙ্কা তৈরি করেছিল। তবে রোদের দেখা মেলায় সেই শঙ্কা কাটিয়ে সোনার ফসল ঘরে তুলতে পেরে স্বস্তি ফিরেছে কৃষকদের মনে৷
উপজেলা কৃষি বিভাগের তথ্যানুযায়ী, এবছর শান্তিগঞ্জের বিভিন্ন হাওরে ২২ হাজার ৬১২ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। এরমধ্যে হাওরে ১৮ হাজার ৩৯৭ হেক্টর ও নন-হাওরে ৪ হাজার ২১৫ হেক্টর৷ এ বছর ধান উৎপন্ন হবে ১ লাখ ৪৩ হাজার ৫৮৩ মেট্রিকটন এবং চাল ৯৪ হাজার ৭৬৫ মেট্রিক টন। যার বাজার মূল্য প্রায় ৪৩০ কোটি টাকার উর্ধে৷
কৃষক শায়েখ মিয়া বলেন, বৃষ্টি বেশি অইছেনা, কিন্তু সময় অসময়ে অইছিল। তাই ভয় লাগছিল ধান ঘরে তুলতাম পারমু কিনা। সবতার পড়ে এখন ধান ঘরো তুইল্লা ভালা লাগের।
আরেক কৃষক মইবুল হোসেন বলেন, আমরা গরিব মানুষ, ধানটাই আসল সম্বল। আল্লাহর রহমতে এবার ফলন ভালো, আর রোদও ঠিকঠাক আছে। ধান শুকায়া ঘরে তুলতেছি। শান্তি লাগের৷
শান্তিগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবিব বলেন, শঙ্কা কাটিয়ে কৃষকরা তাদের সোনার ফসল ঘরে তুলতে পেরে খুশি। ইতিমধ্যেই হাওরে শতভাগ ধান কাটা শেষ। ধানের দাম ভালো থাকায় কৃষকরা লাভবান হয়েছেন।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
Design and developed by Web Nest