প্রকাশিত: ১০:২৮ পূর্বাহ্ণ, মে ৭, ২০২৫
নিউজ ডেস্ক : বাড়িভাড়া নিয়ে পাঠদান পরিচালনা করছিল এই বিশ্ববিদ্যালয়। কিন্তু স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ব্যর্থ হওয়ায় শিক্ষা মন্ত্রণালয় তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে বলেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনকে (ইউজিসি)।
গত ৮ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এ এস এম কাসেম স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০-এর ধারা ৭(২), ১১(২) ও ১২(১) অনুযায়ী সাময়িক অনুমতির মেয়াদ শেষ হওয়ার পরও স্থায়ী ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম না সরানোয়, নর্থ ইস্টসহ মোট ১৬টি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, আইন অনুযায়ী, একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়কে স্থায়ী অনুমতি পেতে হলে নির্দিষ্ট মেয়াদের মধ্যে নিজস্ব জমিতে স্থায়ী অবকাঠামো গড়ে তুলতে হয়। কিন্তু সিলেটের এই বিশ্ববিদ্যালয় সেই শর্ত পূরণ করতে ব্যর্থ হয়েছে। ফলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনকে (ইউজিসি) তাদের ভর্তি ও সব শিক্ষা কার্যক্রম বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।
নর্থ ইস্ট ইউনিভার্সিটি ছাড়াও তালিকায় রয়েছে ঢাকা, খুলনা, চট্টগ্রাম, ফেনী, কিশোরগঞ্জ ও কুমিল্লাসহ দেশের আরও ১৫টি বেসরকারি বিশ্ববিদ্যালয়।
তবে ইউজিসি জানিয়েছে, যেসব বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে নিজস্ব ক্যাম্পাস তৈরির উদ্যোগ নিয়েছে, তাদের ক্ষেত্রে কিছুটা সময় দেওয়া হতে পারে। অন্যদিকে, যারা কোনো উদ্যোগই নেয়নি, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা ভাবা হচ্ছে।
তবে বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে তৈরি হয়েছে চরম উদ্বেগ। তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে, বিশেষ করে যারা পড়াশোনার শেষ পর্যায়ে আছেন, তাদের শিক্ষাজীবন হুমকির মুখে।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজ বলেন, “আমরা এমন কোনো সিদ্ধান্ত নেব না যাতে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হয়। তবে আইন লঙ্ঘনের দায়ে বিশ্ববিদ্যালয়গুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবেই।”
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
Design and developed by Web Nest