প্রকাশিত: ১:১৮ পূর্বাহ্ণ, মে ৭, ২০২৫
নিউজ ডেস্ক : উদ্যোক্তা হয়ে মানুষ ও দেশ সেবায় আত্মনিয়োগ করতে হবে- উপমহাপরিচালক জিয়াউল হাসান।
৬ই মে ২০২৫ ইং তারিখে সিলেট জেলায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) অ্যাডভান্সড প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ প্রশিক্ষণে সিলেট জেলার ১৩ টি উপজেলা হতে আগত ৮৪ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ও ভিডিপি সিলেট রেঞ্জের উপমহাপরিচালক মো: জিয়াউল হাসান বিভিএমএস, পিএএমএস ।
অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে দেশপ্রেম, শৃঙ্খলা ও আত্মনিয়ন্ত্রণের গুরুত্ব তুলে ধরে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, “আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ শুধু দক্ষতা বৃদ্ধির জন্য নয়, বরং জাতীয় নিরাপত্তা ও সামাজিক উন্নয়নে তাদের ভূমিকা অপরিসীম।”
তিনি প্রশিক্ষণার্থীদের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একজন দক্ষ ও আত্মবিশ্বাসী সদস্য হিসেবে নিজেদের গড়ে তোলার প্রতি উদ্ধুদ্ধ করেন । প্রশিক্ষণ শেষে এই ভিডিপি সদস্যদের হাতেই স্থানীয় পর্যায়ে শান্তি-শৃঙ্খলা রক্ষা, দুর্যোগ ব্যবস্থাপনা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব ন্যস্ত রয়েছে। বাহিনীর মহাপরিচালকের অত্যান্ত কার্যকরী ও কল্যাণধর্মী উদ্যোগ প্রত্যেক উপজেলায় মডেল ভিডিপি প্লাটুন গঠন করে গ্রামীণ জনপদে আর্থসামাজিক উন্নয়ন, আইনের শাসন প্রতিষ্ঠা, নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সামাজিক দায়বদ্ধতা ও সচেতনতা সৃষ্টি করার লক্ষ্যে শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করার আহবান জানান । এছাড়াও তিনি মহাপরিচালকের দেশে পরিবেশের ভারসাম্য রক্ষা ও গ্রীনহাউজ এফেক্টের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য সামাজিক বনায়নকে সফল করার জন্য প্রশিক্ষণার্থীদেরকে তিনি নিজ নিজ উপজেলায় সরকারি খাস জমিতে বৃক্ষরোপণের আহবান জানান। এ প্রসঙ্গে তিনি বলেন গাছ লাগানো একটি সদগায়ে জারিয়া।
বক্তব্যের শেষে তিনি দেশ সেবাকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে একজন নম্র, ভদ্র, বিনয়ী সৎ মানুষ হিসেবে ন্যায়নিষ্ঠা, পরোপকারীতে ও মানবিকতা নিয়ে কাজ করার এবং এই প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান ও মূল্যবোধ কাজে লাগিয়ে জাতি গঠনে অবদান রাখার প্রতি সকলে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
ভিডিপি অ্যাডভান্সড কোর্সে অংশগ্রহণকারীদের মধ্যে থেকে দুজন প্রশিক্ষণার্থী এই কোর্স সম্পর্কে তাদের অনূভুতি ব্যক্ত করতে গিয়ে জানান যে,এই কোর্সের বিভিন্ন মডিউলের মাধ্যমে তারা পিটি-প্যারেড,অস্ত্র পরিচালনা, মানব নিরাপত্তা, সাইবার অপরাধ ও নিরাপত্তা , কমিউনিটি এলার্ট মেকানিজম,অপরাধ প্রতিরোধ, জরুরি সেবাদান এবং দুর্যোগ ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ পেয়েছেন এবং এখানে অর্জিত জ্ঞান তারা শুধু সার্টিফিকেটের জন্য নয়—বাস্তব জীবনে প্রয়োগ করে স্থানীয় নিজেদের আত্মপ্রত্যয়ী হয়ে সকল সমস্যার সমাধান করতে চান।
উক্ত কোর্সে প্রশিক্ষণার্থীদের বিভিন্ন পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন করা এবং ‘বেস্ট ইন ড্রিল’, ‘বেস্ট ইন ডিসিপ্লিনড’, ‘বেস্ট ইন অ্যাকাডিমিয়া’ এবং ‘,অলরাউন্ডার ‘ ক্যাটাগরিতে ক্রেস্ট এবং প্রশিক্ষণ সনদ প্রদান করা হয়।এছাড়া খেলাধুলার পারদর্শীতার জন্য ফুটবল ও ভলিবল বিজয়ী দলকে ক্রেস্ট প্রদান করেন প্রধান অতিথি ।
এছাড়াও অনুষ্ঠানে সিলেট জেলার জেলা কমান্ড্যান্ট শাওন আসাদ , সহকারী জেলা কমান্ড্যান্ট তানিয়া আক্তার , সার্কেল অ্যাডজুটেন্ট ফারুক হোসাইন , উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, জকিগঞ্জ দিব্যেন্দু ভট্রাচার্য মিটুন, এবং প্রশিক্ষকগণ এবং উক্ত কোর্সের ৮৪ জন প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন। পরবর্তীতে প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মধ্যে প্রশিক্ষণ সুভেনিয়ার বিতরণ এবং সমাপনী প্রীতিভোজের আয়োজন করা হয়।
উল্লেখ্য প্রশিক্ষণে সিলেট জেলার ৮৪ জন, সুনামগঞ্জ জেলার ৭৮ জন, হবিগঞ্জ জেলার ৭২ জন এবং মৌলভীবাজার জেলার ৬৬ জনসহ মোট ৩০০ জন ভিডিপি প্রশিক্ষণার্থী সফলভাবে প্রশিক্ষণ শেষ করেন।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
Design and developed by Web Nest