সার্জারির পর জনপ্রিয় অভিনেত্রীর সর্বনাশ

প্রকাশিত: ৮:০৯ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০২৫

সার্জারির পর জনপ্রিয় অভিনেত্রীর সর্বনাশ

2

বিনোদন ডেস্ক : ছোট পর্দায় নিজের পরিচিতি তৈরি করে বড় পর্দায় উত্তরণ হয় ওপার বাংলার অভিনেত্রী মৌনির। বেশ কিছু বড় প্রযোজনা সংস্থার সঙ্গে ইতিমধ্যেই কাজ করে ফেলেছেন।

6

 

মৌনির অভিনয় জীবনের পাশাপাশি তার ব্যক্তিগত জীবন নিয়েও উৎসাহের অন্ত নেই। তার নির্মেদ চেহারা ও শারীরিক গঠন নিয়ে কৌতূহল রয়েছে অনুরাগী মহলে।

 

2

এবার মৌনির মুখের আদল নিয়ে উঠছে প্রশ্ন। মৌনি নাকি এমন অস্ত্রোপচারের করিয়েছেন যে আর হাসতে পারছেন না। এমনকি তার কপালের দুটি দিক ফুলে রয়েছে। এই জল্পনা কতটা সত্যি সে বিষয়ে মুখ খুললেন মৌনি।

 

8

সম্প্রতি নিজের আসন্ন ছবির প্রচারে যান মৌনি। সেখানেই নায়িকার মুখের অঙ্গভঙ্গি দেখে খানিক খটকা লাগে ভক্তদের। শুরু হয় গুঞ্জন। মৌনির আগের চেহারার সঙ্গে বর্তমান চেহারার অমিল দেখছেন ভক্তরা।

 

যার মধ্যে সব থেকে বেশি নজর কেড়েছে অভিনেত্রীর কপাল ও ঠোঁট।
তার দিন কয়েক পর ফের দেখা গেল মৌনিকে। তখনো যেন সেই একই গুঞ্জন অব্যাহত। ভক্তদের মতে, মৌনি এত অস্ত্রোপচার করিয়েছেন যে মুখের গড়ন বদলে গেছে।

6

 

এই প্রসঙ্গে মৌনি বলেন, ‘আমি এসব নেতিবাচক মন্তব্য দেখি না, পাত্তাও দিই না।

 

তারা তাদের কাজ করুক না, আমি পাত্তা না দিলেই হলো। কেউ যদি সমাজমাধ্যমের আড়ালে থেকে মানুষকে ট্রোলড করতে চায় করুক। যদি এ ধরনের কাজ করে আপনারা খুশি পান তা হলে তা-ই সই।’

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
3