প্রকাশিত: ৮:২০ পূর্বাহ্ণ, জানুয়ারি ২, ২০২৩
নিউজ ডেস্ক : ঐতিজ্যবাহী প্রতিষ্ঠান গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজের ৫০ তম বর্ষ পূর্তি উৎযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মারধরের ঘটনাকে কেন্দ্র করে উক্ত কলেজের বাংলা প্রভাষক মোহাম্মাদ নজরুল ইসলামকে প্রধান আসামী করে গতকাল রবিবার, ছাতক থানায় মামলা দায়ের করা হয়েছে।
ঘটনা সূত্রে জানা যায় যে, ৩১ ডিসেম্বর কলেজের প্রভাষক মোহাম্মাদ নজরুল ইসলাম কলেজের ৫০তম বর্ষ পূর্তি উৎযাপন অনুষ্ঠানকে কেন্দ্র করে মারধরের ঘটনাটি ঘটে। ঘটনায় প্রভাষক মোহাম্মাদ নজরুল ইসলাম গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। জানা যায়, কলেজের ছাত্র মুহাম্মাদ আশরাফ সহ আরও কয়েকজন ছাত্রনেতা মিলে উক্ত কলেজের বাংলা প্রভাষক মোহাম্মাদ নজরুল ইসলাম ও তার সহযোগীদের উপর হামলাটি চালানো হয়।
এই ব্যাপারে মুহাম্মাদ আশরাফের সাতে যোগাযোগ করা হলে তিনি বলেন প্রভাষক মোহাম্মাদ নজরুল ইসলাম এবং তার সহযোগীরা কলেজে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করলে, ছাত্রনেতারা তাহা প্রতিহত করার চেষ্টা করে। মামলার বিষয়ে জিজ্ঞাসা করলে মুহাম্মাদ আশরাফ বলেন, ভবিষ্যতে যাতে মোহাম্মাদ নজরুল ইসলাম ও তার সহযোগীরা কলেজে বিশৃঙ্খলা করতে না পারে তার জন্য ছাতক থানায় পুলিশের কাছে মামলাটি দায়ের করা হয়েছে। মোহাম্মাদ নজরুল ইসলামের সাতে যোগাযোগ করা হলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়।
কলেজ প্রিন্সিপাল সুজাত আলী রফিকের সাতে যোগাযোগ করা হলে তিনি বিষয়টির জন্যে দুঃখ প্রকাশ করে বলেন, আমি খুবই লজ্জিত যে প্রভাষক মোহাম্মাদ নজরুল ইসলাম এবং তার সহযোগীরা জিয়াউর রহমানের উপর কলেজের ৫০ তম পূর্তি উপলক্ষে লেখাটি লেখেন বলে আজকে এই ঘটনাটি ঘটে । তিনি আরও বলেন, প্রভাষক মোহাম্মাদ নজরুল ইসলামকে অতি শীগ্রই ডাকা হবে এবং কলেজ থেকে বহিষ্কার করার ব্যবস্থা গ্রহণ করা হবে।
ছাতক থানায় যোগাযোগ করা হলে পুলিশের এসআই রতন বলেন, মুহাম্মাদ আশরাফ বাদি হয়ে প্রভাষক মোহাম্মাদ নজরুল ইসলাম এবং তার সহযোগীদেরকে আসামী করে একটি মামলা দায়ের করেন। উক্ত মামলার কাজ যথারীতি পরিচালনা করা হবে বলে তিনি জানান দেন।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest