বিশ্বনাথ পৌর নির্বাচন রাত পোহালেই ভোট উৎসব

প্রকাশিত: ২:৩৬ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০২২

বিশ্বনাথ পৌর নির্বাচন রাত পোহালেই ভোট উৎসব

বিশ্বনাথ প্রতিনিধি : রাত পোহালেই ভোট উৎসবে যোগ দেবে বিশ্বনাথ পৌরবাসী। বহুল কাঙ্খিত বিশ্বনাথ পৌরসভা নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৫ হাজার ৪৭০ জন। ভোটকে কেন্দ্র করে উৎসবের আমেজ বিরাজ করছে বিশ্বনাথ পৌরনগরে। আগামীকাল বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ। বিশ্বনাথ পৌরসভার প্রথম এ নির্বাচনে ভোটগ্রহণ হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। এছাড়াও প্রথমবারের মতো পৌরনগরের ২০টি কেন্দ্রে সিসি ক্যামেরার আওতায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

 

বিশ্বনাথ পৌরসভা নির্বাচনের সাত মেয়র প্রার্থীর মধ্যে নৌকার মাঝি উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ, সাবেক উপজেলা চেয়ারম্যান জগ প্রতীকে স্বতন্ত্র মেয়র প্রার্থী মুহিবুর রহমান, বিএনপি থেকে বহিষ্কৃত নেতা হ্যাঙ্গার প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জালাল উদ্দিন ও যুক্তরাজ্য নিউহাম বিএনপির সাংগঠনিক সম্পাদক মোবাইল ফোন প্রতীক নিয়ে স্বল্প সময়ে চমক দেখানো স্বতন্ত্র প্রার্থী মুমিন খান মুন্নাকে নিয়ে হচ্ছে মূল সমীকরণ।

 

বাকি তিন প্রার্থী জমিয়ত মনোনীত খেজুর গাছ প্রতীকের মাওলানা শিব্বির আহমদ, আল-ইসলাহ সমর্থিত চামচ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ফয়জুল ইসলামও ভোটের মাঠে রয়েছেন। আর নারকেল গাছ প্রতীক নিয়ে আরেক স্বতন্ত্র প্রার্থী যুক্তরাজ্য বিএনপি নেতা সফিক উদ্দিন ভোটের মাঠে তেমন প্রভাব ফেলতে পারেননি।

 

বিগত ১১ দিন ধরে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা করেছেন প্রার্থীরা। এবার চিন্তা ভোটারদের। তারা হিসাব কষছেন কাকে নির্বাচিত করবেন বিশ্বনাথ পৌরসভার প্রথম মেয়র হিসেবে। এছাড়াও ৯ সাধারণ ওয়ার্ডে ৫৫ জন কাউন্সিলর প্রার্থী ও তিনটি সংরক্ষিত আসনে নারী কাউন্সিলর পদে ১৫ জন প্রার্থী ভোটযুদ্ধে অংশ নিচ্ছেন। তবে, ৮নং ওয়ার্ডে কাউন্সিলর পদে ভোটগ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন।
ইতোমধ্যেই নির্বাচন উপলক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার ভোটকেন্দ্রগুলোতে ইভিএমসহ ভোট গ্রহণের যাবতীয় সামগ্রীও পৌঁছানো হচ্ছে।

 

নির্বাচন অফিস সূত্র থেকে জানা যায়, বিশ্বনাথ পৌর নির্বাচনে ৯টি ওয়ার্ডের ২০টি কেন্দ্রে ১১৮টি ভোটকক্ষ রয়েছে। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৫ হাজার ৪৭০। যার মধ্যে পুরুষ ভোটার ১৮ হাজার ২৭৯ ও নারী ভোটার ১৭ হাজার ১৯১।

 

বিশ্বনাথ থানার ওসি গাজী আতাউর রহমান জানান, সকল ধরণের বিশৃঙ্খলা এড়াতে আইন-শৃঙ্খলা রক্ষায় ৬টি স্তরে কাজ করছে প্রশাসন। ম্যাজিষ্ট্যোট, কেন্দে, মোবাইল, স্ট্যান্টবাই, র‌্যাব, বিজিবি স্টাইকিং ফোর্স, আনসার বাহিনী রয়েছে। এছাড়াও প্রতিটি কেন্দ্রে স্বসস্ত্র পুলিশ ও আনসার বাহিনী মোতায়েন থাকবে।

 

বিশ্বনাথ পৌর নির্বাচনের রিটার্নিং অফিসার আলমগীর হোসেন জানান, আমরা একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য বদ্ধপরিকর। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রেই পর্যাপ্ত সংখ্যক পুলিশ, আনসার, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতায়েন করা হয়েছে। এ ছাড়া আজ থেকে তিনদিন বিশেষ মোবাইল টিম সার্বক্ষণিক নজরদারীতে থাকবে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে।

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন