বান্ধবীকে জন্মদিনের উপহার দিতেই ‘পিস্তল’ নিয়ে জুতা চুরি

প্রকাশিত: ৯:১৯ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২৫

বান্ধবীকে জন্মদিনের উপহার দিতেই ‘পিস্তল’ নিয়ে জুতা চুরি

নিউজ ডেস্ক : রাজধানী ঢাকার পান্থপথে মসজিদ থেকে জুতা চুরির পর ‘পিস্তল’ বের করে ভয় দেখানোর চেষ্টা করা ইবতেশাম রহমান আলফিকে (১৮) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি মোহাম্মদপুরের বাসিন্দা এবং নিজেকে বাংলাদেশ ইউনিভার্সিটির শিক্ষার্থী বলে দাবি করেছেন বলে জানিয়েছে পুলিশ।

 

বুধবার (২৯ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে রাজধানীর পান্থপথের এসআইবিএল ফাউন্ডেশন হাসপাতালের কাছে একটি মসজিদে এমন ঘটনা ঘটে।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলফি পুলিশকে জানিয়েছেন, বান্ধবীকে জন্মদিনের উপহার দিতে জুতা চুরিতে করতে গিয়েছিলো। ইবতেশাম রহমান আলফির স্বীকারোক্তির বরাত দিয়ে আজ শুক্রবার (৩১ জানুয়ারি) ডিএমপির কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তারুজ্জামান রূপালী বাংলাদেশকে জানান, তার কাছে পাওয়া পিস্তলটি আসল নয়।

 

আলফির দাবি, বান্ধবীর জন্মদিনে ভালো কোনো উপহার দিতে চেয়েছিলেন তিনি। নিজের হাতে টাকা নেই, মা-বাবার কাছেও টাকা চেয়ে ব্যর্থ হয়েছেন। এরপর তিনি বিভিন্ন স্থান থেকে জুতা চুরি করতে শুরু করেন। ইচ্ছে ছিল, এসব জুতা বিক্রির টাকা দিয়ে কিনবেন উপহার। তবে তার আগেই পান্থপথে জুতা চুরির পর তিনি ধরা পড়েন। এ সময় সঙ্গে থাকা খেলনা পিস্তল বের করে সবাইকে ভয় দেখিয়ে পালানোর চেষ্টা করে ব্যর্থ হন তিনি।

 

ওসি মোক্তারুজ্জামান বলেন, গ্রেপ্তার তরুণ নিজেকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে দাবি করেছেন। তার কাছে পাওয়া পিস্তলটি দেখতে আসলের মতো। ৫৪ হাজার টাকা দিয়ে তিনি বসুন্ধরা সিটি শপিং মল থেকে এটি কিনেছেন বলে জানান। সেটি নিয়েই তিনি জুতা চুরি করেন। ধরা পড়লে গুলি করার ভয় দেখান। তবে বাস্তবে ওই পিস্তলে গুলি ভরার কোনো সুযোগ নেই। এ ঘটনায় মামলা হয়েছে, গ্রেপ্তার তরুনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়ছে।

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন