বহুব্রিহিধান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : ডক্টর আবেদ চৌধুরী

প্রকাশিত: ১১:৩৪ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২৫

বহুব্রিহিধান গুরুত্বপূর্ণ ভূমিকা  রাখবে : ডক্টর আবেদ চৌধুরী

নিউজ ডেস্ক : জিন বিজ্ঞানী ডক্টর আবেদ চৌধুরী বলেছেন, দেশের খাদ্যশস্য উৎপাদনে কৃষকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, দেশের চাষ যোগ ভ‚মির পরিমান দিনদিন কমে যাচ্ছে। এ সমস্যা সমাধানে বহুব্রিহি ধান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বেলা ৩ টায় কুলাউড়া উপজেলার হাজিপুর ইউনিয়নে কানিহাটি গ্রামের কৃতিসন্তান বহুব্রিহি ধানের আবিষ্কারক জিন বিজ্ঞানী ডক্টর আবেদ চৌধুরী এ কথা বলেন।

 

যুক্তরাজ্যে শখের বাগানের অন্যতম উদ্যোক্তা বহুব্রিহি ধানের সফল উৎপাদনকারী মোঃ আজম খান এ ধানেরমাঠপর্যায়ে চাষপদ্ধতিপরিদর্শন শেষেমতবিনিময়কালেডক্টরআবেদ চৌধুরীআরোবলেন বহুব্রিহি ধানের যুক্তরাজ্যে সফল উৎপাদনকারী আজম খানের মাধ্যমে ব্রিটেন সরকার এ ব্যপারে আগ্রহ প্রকাশ করবে। এ ধান আগামী ৩ বছরের মধ্যে দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে যাবে। এ ধান একবার রোপন করলে পাঁচটি ফসল পাওয়া যায় বোরো, আউশ, আমন এতে কৃষকদের উৎপাদন খরচ কম হবে। আমি আমার গ্রাম থেকে শুরু করেছি। কৃষকরাই আমাদের প্রাণ শক্তি। কৃষিকাজে শিক্ষিতজন গোষ্ঠিকে এগিয়ে আসার আহবান জানান।

শখের বাগানের উদ্যোক্তা ধানের অন্যতম সফল উৎপাদনকারী মোঃ আজম খান বলেন ড. আবেদ স্যারের মাঠ পর্যায়ে বহুব্রিহি ধানের চাষের অবস্থান দেখে আমি উৎফলিত। আমি দেশে আমার এলাকায় এ ধান চাষের জন্য কৃষকদের উৎসাহিত করব। এ সময় অন্যান্যর মধ্যে অংশগ্রহন করেন বৈজ্ঞানিক কর্মকর্তা তাহমিদ আহমদ চৌধুরী, সিনিয়র সাংবাদিক আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, মোঃ পিনু চৌধুরী, ঢাকা বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী জেসির আরাফাত, এখলাছুর রহমান তালুকদার নিক্সন প্রমূখ। -বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন