শান্তিগঞ্জে ধানের ভালো ফলনে কৃষকের মুখে সোনালী হাসি

প্রকাশিত: ৯:০৭ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০২৫

শান্তিগঞ্জে ধানের ভালো ফলনে কৃষকের মুখে সোনালী হাসি

মোঃ উসমান গনি (সুনামগঞ্জ জেলা প্রতিনিধি) : শান্তিগঞ্জ উপজেলাসহ সুনামগঞ্জের সব হাওরেই এবছর ধানের ফলন ভালো হয়েছে৷ নির্বিঘ্নে সব ধান ঘরে তুলেছেন কৃষকেরা। স্বপ্নের সোনালী ফসল ঘরে তুলতে পেরে শান্তিগঞ্জের কৃষক-কৃষাণীর চোখেমুখে ফুটেছিলো রাজ্যের হাসি।

 

 

হাওরাঞ্চলের জেলা সুনামগঞ্জ। ধানই এই জেলার প্রধান সম্পদ। তাই ধান নিয়েই সকল আশা-ভরসা এ অঞ্চলের মানুষের। নতুন ধানকে কেন্দ্র করে চারদিকে এখন উৎসবের আমেজ। সেই উৎসবের ঢেউ লেগেছে কৃষকের মনে। শুরু হয়েছে নতুন ধান কাটা। হাওরের পূবালী বাতাসে এখন পাকা ধানের ম-ম গন্ধ। বছর দুয়েক ধরে আবহাওয়া অনুক‚লে থাকায় এবং অতিবৃষ্টি না হওয়ায় সোনালী স্বপ্ন নিয়ে বৈশাখ শুরু করছেন কৃষকরা৷ বৈশাখ এলেই সুনামগঞ্জের হাওরাঞ্চলের চিরচেনা এ রূপ চোখে পড়ে। এই মুহুর্তে সোনার ফসল ঘরে তোলার স্বপ্নে বিভোর প্রতিটি কৃষক পরিবার।

 

আবহাওয়া অনুক‚লে থাকায় এবার শান্তিগঞ্জের হাওরগুলোতে কাঙ্খিত ফলন হয়েছে। হলুদরঙা ধানের সাগরে রূপ নিয়েছে উপজেলার সবগুলো হাওর। যেদিকেই দৃষ্টি যায় কেবল ধান আর ধান। মাঠে মাঠে বৈশাখের প্রস্তুতির নিচ্ছেন কৃষাণ-কৃষাণীরা। কেউ মাড়াই দিচ্ছেন, কেউ খলা তৈরীতে ব্যস্ত আছেন। কেউ কেই আবার হাওরে বসতি স্থাপনের জন্য হোড়া তৈরী করছেন। আর ক’দিনই পরই হাওরে ধান কাটার ধুম পরবে। ধান গোলায় তোলার যুদ্ধে সামিল হবেন সকল বয়সের মানুষ৷

 

উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, এবছর শান্তিগঞ্জের বিভিন্ন হাওরে ২২ হাজার ৬১২ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। এরমধ্যে হাওরে ১৮ হাজার ৩৯৭ হেক্টর ও নন-হাওরে ৪ হাজার ২১৫ হেক্টর৷ এ বছর ধান উৎপন্ন হবে ১ লাখ ৪৩ হাজার ৫৮৩ মেট্রিকটন এবং চাল ৯৪ হাজার ৭৬৫ মেট্রিক টন। যার বাজার মূল্য প্রায় ৪৩০ কোটি টাকার ঊর্ধ্বে।

 

আগাম জাতের ধান কাটতে পেরে খুশি সুলতানপুর গ্রামের কৃষক হাসমত আলী। তিনি ভাবতেই পারেননি এত তাড়াতাড়ি ধান ঘরে তুলতে পারবেন৷ হাইব্রিড জাতের ধান সুরভী চাষ করে ভালো ফলন পাওয়ায় লাভবান হবেন তিনি।

 

সাংহাই হাওরের কৃষক আব্দুল হক বলেন, এবার আবহাওয়া ভালো থাকায় ফলন ভালো হয়েছে। ইতিমধ্যে ৫ বিঘা জমির ধান কেটে খলায় এনেছি৷ ভালো ফলন হয়েছে৷ আশা করছি লাভবান হবো৷ বাকিটা আল্লাহর ইচ্ছা৷

 

এ ব্যাপারে শান্তিগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবিব বলেন, ধান ঘরে তুলতে প্রস্তুতি নিচ্ছেন কৃষাণ-কৃষানীরা। কিছু হাওরে ধান কাটা শুরু হয়েছে৷ আরও কয়েকদিন পর পুরোদমে হাওরে ধান কাটার ধুম পরবে। সবকিছু ঠিকঠাক থাকলে এবারের ফলন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

Add