সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় : ভিসিকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম

প্রকাশিত: ৯:৪৪ পূর্বাহ্ণ, এপ্রিল ২০, ২০২৫

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় : ভিসিকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম

4

নিউজ ডেস্ক : সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা চাকরি নিয়মিতকরণ ও ভাতা দিতে ভিসিকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন।

1

 

তারা বলছেন, এই সময়ের মধ্যে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে আলোচনা করে আগামী এক সপ্তাহের মধ্যে সিন্ডিকেট সভা আহবান করে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। অন্যথায় দাবি আদায়ে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

1

 

শনিবার মেডিকেল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত সংবাদ সম্মেলনে কর্মকর্তা-কর্মচারী পরিষদের পক্ষ থেকে এই আলটিমেটাম দেওয়া হয়।

 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পরিষদের পক্ষে প্রশাসনিক কর্মকর্তা কাজী মাসুদ বলেন, সাবেক ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. এনায়েত হোসেন মুকুল আমাদের একাধিকবার চাকরি স্থায়ী করার আশ্বাস দিয়েছেন। এ জন্য ২০২৩ সালের ২৬ জুন শূণ্য পদের বিপরীতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেন। এর আগে ১৭ জুন আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেন। কিন্তু আজ অবদি দু’টি নিয়োগ বিজ্ঞপ্তির চূড়ান্ত নিষ্পত্তি হয়নি।

 

সংবাদ সম্মেলনে বলা হয়, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারের পতন হলে স্বৈরশাসক হাসিনার ব্যক্তিগত চিকিৎসক সাবেক ভিসি এনায়েত ও রেজিস্ট্রার ফজলুর রহমান গা ঢাকা দেন। ৪ মাস পর তিনি ক্যাম্পাসে ফিরেন।

4

 

খবর পেয়ে বৈষম্যবিরোধী কর্মকর্তা-কর্মচারীরা ক্যাম্পাসে এসে তাদের চাকরি স্থায়ী ও বেতন ভাতার বিষয়ে ভিসির কাছে জানতে চান। এক পর্যায়ে ভিসিকে অবরুদ্ধ করেন বেতন বঞ্চিতরা।

 

5

আড়াই ঘণ্টা পর আইনশৃংখলা বাহিনীর সদস্যরা ও জেলা প্রশাসকের প্রতিনিধির উপস্থিতিতে ১৫ দিনের মধ্যে চাকরি স্থায়ীকরণসহ সব দাবি-দাওয়া মেনে নেওয়ার আশ্বাস দেন ভিসি এনায়েত।

 

নেতারা জানান, গত ২৬ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি হিসেবে যোগ দেন অধ্যাপক ডা. ইসমাইল হোসেন পাটোয়ারি। তিনি যোগদানের পর গত ১৬ মার্চ উপাচার্যের কাছে সুপারিশসহ প্রতিবেদন জমা দেন কমিটির সভাপতি অধ্যাপক ডা. নাজমুল ইসলাম।

 

নেতাদের অভিযোগ, তিনি পূর্বের ভিসির রেখে যাওয়া স্বৈরাচার দোসরের মতাবলম্বী মানুষ দিয়ে দৈনিক মজুরির ভিত্তিতে ওসমানী মেডিকেল কলেজে অফিসিয়াল কার্যক্রম পরিচালনা করছেন। তাই আগামী ১ সপ্তাহের মধ্যে সিন্ডিকেট সভা আহবান করে ওই রিপোর্টের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের অনুরোধ জানান কর্মকর্তা-কর্মচারীরা।

এ সংক্রান্ত আরও সংবাদ

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
5