প্রকাশিত: ১০:২০ অপরাহ্ণ, এপ্রিল ২২, ২০২৫
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কমিটি গঠন: সভাপতি রায়হান, সম্পাদক মাহমুদ।
সিকৃবি প্রতিনিধি : সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (সিকৃবিসাস) ৯ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি পদে দৈনিক দেশ রূপান্তরের সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) প্রতিনিধি এস এম রায়হানুল নবী ও সাধারণ সম্পাদক পদে এডুকেশন টাইমসের প্রতিনিধি মাহমুদুর রহমান নির্বাচিত হয়েছেন। আগামী ২০২৪-২৫ সেশনের জন্য এই কমিটি ঘোষণা করা হয়।
মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে সিকৃবি টিএসসিতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের কার্যালয়ে পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদার এবং জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের পরিচালক কৃষিবিদ খসরু মোহাম্মদ সালাউদ্দিন উপস্থিতিতে এই কমিটি ঘোষণা করা হয়।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির গঠনতন্ত্র অনুযায়ী কার্যনির্বাহী পরিষদের একাধিক প্রার্থী না থাকায় ৯টি পদের সবকটিতে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন—দপ্তর সম্পাদক মো. মাসুদুর রহমান খোন্দকার, অর্থ সম্পাদক আইনুল হক, নির্বাহী সদস্য আদিব হাসান প্রান্ত। এ ছাড়া সাধারণ সদস্য হিসেবে রয়েছেন মো. মোবাশশির রহমান, মো. আল আমিন বাপ্পী, তামীম জামান এবং কামরুজ্জামান সজীব।
সিকৃবিসাসর নবনির্বাচিত সভাপতি এস এম রায়হানুল নবী বলেন, সাংবাদিক সমিতির সভাপতি নির্বাচিত হওয়া আমার জন্য এক গৌরবময় দায়িত্ব ও চ্যালেঞ্জ। এই পদকে আমি শুধু সম্মান নয়, একটি নৈতিক দায়িত্ব হিসেবে গ্রহণ করেছি। সত্য, ন্যায় ও জনকল্যাণের পক্ষে আমাদের কলম চলবে নির্ভীকভাবে, অবিচলভাবে।
পরিবর্তিত বাংলাদেশের প্রেক্ষাপটে যে সীমাবদ্ধতা ছিল তা কাটিয়ে উঠে নতুনভাবে শুরু করতে পারবো। কমিটির সবাই বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে সাহসী ভূমিকা পালন করবে এই আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ জানাচ্ছি তাদের যারা গত কমিটিতে ছিলেন।
সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান বলেন, সংবাদপত্রকে সমাজের আয়না বা দর্পণ বলা হলেও বিগত ১৬ বছর তার প্রতিফলন এ দেশে ঘটেনি। ফ্যাসিবাদ কায়েম হয়েছিল মিথ্যা ও চাটুকারযুক্ত সাংবাদিকতার জন্য। প্রায় সব ক্যাম্পাসের সাংবাদিকতায় ছিল স্বৈরাচার গোষ্ঠীর প্রভাব।
সত্য সংবাদ প্রকাশে সাংবাদিকদের ওপর এসেছে নানা হুমকি ও জুলুম। চব্বিশের স্বাধীনতা-পরবর্তী নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নে আমরা সৎ ও নিরপেক্ষ সাংবাদিক হওয়ার অঙ্গীকারবদ্ধ। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে দেশের মাঝে আমাদের ক্যাম্পাসকে উপস্থাপন করতে চাই।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest