প্রকাশিত: ৯:০৪ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক : গাজায় হামাসের সঙ্গে যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর থেকে শুরু হওয়া বর্বর বিমান হামলা ও বোমাবর্ষণে অন্তত ৫০০ শিশু নিহত হয়েছে। গাজা সিভিল ডিফেন্স এ তথ্য জানিয়েছে।
জাতিসংঘের মানবাধিকার দপ্তরের তথ্য অনুসারে, ১৮ মার্চ থেকে ৯ এপ্রিলের মধ্যে গাজায় নথিভুক্ত ২২৪টি ইসরায়েলি হামলার মধ্যে ৩৬টি হামলায় কেবলমাত্র নারী ও শিশুরাই নিহত হয়েছে।
ফিলিস্তিনি মানবাধিকার সংস্থা আল-হক এক বিবৃতিতে বলেছে, নারী, শিশু এবং এমনকি নবজাতকদের নির্মূল করার মতো প্রচেষ্টা আধুনিক কোনো যুদ্ধে দেখা যায়নি।
ইউএনআরডব্লিউএ’র প্রধান ফিলিপ লাজারিনি বলেন, ইসরায়েল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে গাজায় খাদ্য, জ্বালানি ও ওষুধ সরবরাহে বাধা দিচ্ছে।
শনিবার এক্স-এ ইউএনআরডব্লিউএ’র যোগাযোগ পরিচালক জুলিয়েট তোমা জানান, গাজায় মৌলিক প্রয়োজনীয় সব সরবরাহ এখন শেষ হয়ে গেছে। শিশুদের ক্ষুধার্ত অবস্থায় ঘুমাতে হচ্ছে।
এদিকে, চিকিৎসা সরজ্ঞামের অভাবে গাজায় মানবিক বিপর্যয় নেমে এসেছে। আল-আকসা হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, চিকিৎসা সরঞ্জামের তীব্র সংকটের কারণে আহত নারী ও শিশুরা চিকিৎসা পাচ্ছেন না। অ্যাম্বুলেন্সে আসা অধিকাংশ আহতই নারী ও শিশু, যাদের অবস্থাও খুবই সংকটজনক।
ইসরায়েল তাদের গণহত্যার তাণ্ডবলীলা অব্যাহত রেখেছে এবং দক্ষিণ গাজায় নতুন করে দখল অভিযানের পরিকল্পনার কথা জানিয়েছে। এই যুদ্ধ কবে থামবে, সে বিষয়ে এখনো কোনো স্পষ্ট দিকনির্দেশনা নেই।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
Design and developed by Web Nest