প্রকাশিত: ১১:৩০ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০২৫
নিউজ ডেস্ক::মানবাধিকার ও অনুসন্ধান কল্যাণ সোসাইটির নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাাদক নির্বাচন সম্পন্ন হয়েছে। বিশিষ্ট সমাজ সেবক ও সাংবাদিক শেখ মোঃ লুৎফুর রহমানকে সভাপতি ও শাকিল আহমদকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেল ৫টায় নগরীর জিন্দাবাজারে রাজবাড়ি হোটেল এন্ড রেষ্টুরেন্টে অনুষ্ঠিত ঈদ পুর্নমিলনী ও আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় নবনির্বাচিত চেয়ারম্যানকে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী ৫১ সদস্যবিশিষ্ট পুর্ণাঙ্গ কমিটি গঠনের ক্ষমতা অর্পন করা হয়।
কমিটিতে যারা এসেছেন সভাপতি শেখ মোঃ লুৎফুর রহমান, সিনিয়র সহ-সভাপতি সুলতান আহমদ চৌধুরী, আব্দুল সহিদ, সহ-সভাপতি লুৎফুর রহমান শিকদার,তাইবুর রহমান,হাফিজ মুনসুর আহমদ, সৈয়দ মোহাদ্দিস,মোঃ সাইফুল ইসলাম,রফিক উদ্দিন,মোঃ ছাদেকুর রহমান।
সাধারণ সম্পাদক শাকিল আহমদ,যুগ্ন সাধারণ সম্পাদক সুমন মিয়া,সহ-সাধারণ সম্পাদক কবি নূরুদ্দীন রাসেল,শিহাব উদ্দিন স্বপন, সৈয়দ মোস্তাক আহমদ,সাংগঠনিক সম্পাাদক সাইফুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাাদক মোঃ শামিম মিয়া,শাহরিয়ার চৌধুরী সাব্বির,কোষাধ্যক্ষ কাওছার আহমদ ঝছরু,সহ-কোষাধ্যক্ষ্য, আরিফ আহমদ,ধর্ম বিষয়ক সম্পাাদক মাওলানা আব্দুস সালাম,আইন বিষয়ক সম্পাাদক এডভোকেট মোঃ মোর্শেদ মিয়া(মিজান),সহ-আইন বিষয়ক সম্পাাদক, দিলীপ চন্দ্র কর ,দফতর সম্পাাদক ফয়জুল ইসলাম,সহ-দফতর সম্পাাদক মিনহাজ উদ্দিন,আন্তর্জাতিক বিষয়ক সম্পাাদক মাহমুদুল হাসান খোকন,সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাাদক শাহ মোর্শেদ, আব্দুল শহিদ,মহিলা বিষয়ক সম্পাাদিকা রিয়া আক্তার, সহ-মহিলা বিষয়ক সম্পাাদিকা সৈয়দ সামিয়া বেগম,প্রচার সম্পাাদক আহমেদ শাকিল,সহ-প্রচার সম্পাাদক আব্দুল আজিজ, সমাজ সেবক সম্পাাদক আব্দুর রব,ক্রীড়া ও সাহিত্য সংস্কৃতি বিষয়ক সম্পাাদক, সৈয়দ আল-আমিন,সহ-ক্রীড়া ও সাহিত্য সংস্কৃতি বিষয়ক সম্পাাদক কাজী রাজু আহমেদ, কার্যনির্বাহী প্রথম সদস্য ফারুক আহমদ ফারুকী, নির্বাহী সদস্য ফারজানা আক্তার তাহেরা,দারা খাঁন, মাওলানা আব্দুল বাছিত, মখলিছ মিয়া,মোঃ মহি উদ্দিন শাহান, সামছুল ইসলাম জাবেদ,শেখ আব্দুল কাদির, আমির হুসেন,রুহুল আমিন খাঁন,দিনাত চৌধুরী, নাজিম উদ্দিন।
আলোচনার শুরুতেই কোরআন তিলাওয়াত করেন,সহ-সভাপতি মোঃ লুৎফুর রহমান শিকদার।এাসময় বক্তব্য রাখেন কমিটির সভাপতি সাধারণ সম্পাাদক সহ অনেকেই।
শেষে ধর্ম বিষয়ক সম্পাাদক মাওলানা আব্দুস সালামের মোনাজাত এর মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম সমাপ্তি ঘোষণা করেন নব-নির্বাচিত সভাপতি শেখ মোঃ লুৎফুর রহমান।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest