আবিদা ইসলামকে যুক্তরাজ্য থেকে অবিলম্বে প্রত্যাহারের দাবি “স্ট্যান্ড ফর হিউম্যান রাইটস”-এর

প্রকাশিত: ৮:৪৩ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০২৫

আবিদা ইসলামকে যুক্তরাজ্য থেকে অবিলম্বে প্রত্যাহারের দাবি “স্ট্যান্ড ফর হিউম্যান রাইটস”-এর

নিউজ ডেস্ক : গত ৭ এপ্রিল লন্ডনের বাংলাদেশ হাইকমিশনের সামনে “স্ট্যান্ড ফর হিউম্যান রাইটস” আয়োজিত এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মিনহাজুল আবেদীন রাজার পরিচালনায় অনুষ্ঠিত এই বিক্ষোভে অংশগ্রহণকারীরা যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার আবিদা ইসলামের পদত্যাগ এবং প্রত্যাহারের দাবি জানান।

 

বিক্ষোভে সমাবেশ সভাপতির সংগঠনের সভাপতি ছাত্রনেতা ছদরুল ইসলাম লোকমান বলেন, ফ্যাসিবাদের দোসর আবিদা ইসলামকে যুক্তরাজ্য থেকে অবিলম্বে প্রত্যাহার না করা হলে কমিউনিটির ক্ষোভ আরও বাড়বে। এর পূর্ণ দায়ভার বর্তমান সরকারকে নিতে হবে।

 

তিনি বলেন, “খুনি, স্বৈরাচারী শেখ হাসিনার প্রতিনিধি আবিদা ইসলাম আমাদের ভাইয়ের রক্তের ওপর দাঁড়িয়ে লন্ডনে বসে বাংলাদেশ নিয়ে ভয়ংকর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। আমাদের ভাইয়ের রক্ত বৃথা যেতে পারে না। আবিদা ইসলামের পদত্যাগ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে।”

 

এ সময় আরও বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি বেলাল।তিনি বলেন, “আবিদা ইসলাম ছিলেন ফ্যাসিস্ট শেখ হাসিনার ঘনিষ্ঠ সহযোগী। তিনি মেক্সিকোতে বাংলাদেশের হাইকমিশনার থাকাকালীন নিজের পকেট থেকে ৫ লাখ টাকা খরচ করে দূতাবাসের সামনে শেখ মুজিবের মূর্তি স্থাপন করেন, যাতে আওয়ামী লীগের প্রতি তাঁর আনুগত্য প্রকাশ পায়। সেই সময় তিনি সহকর্মীদের সঙ্গেও দুর্ব্যবহার করতেন।”

 

তিনি আরও বলেন, “আগস্ট বিপ্লবের প্রথম সপ্তাহে শেখ মুজিবের আত্মজীবনী স্প্যানিশ ভাষায় কয়েক হাজার কপি প্রকাশ করতে ১০ লাখ টাকারও বেশি ব্যয় করেন। ৫ আগস্টের পর তিনি অফিসে অনিয়মিত হয়ে পড়েন এবং সরকারি কাজ বাসায় বসে করতে শুরু করেন। তাকে যুক্তরাজ্যে হাইকমিশনার হিসেবে নিয়োগে সহায়তা করেন তার সাবেক বয়ফ্রেন্ড মাহবুব হাসান সালেহ, যিনি বুয়েট ছাত্রলীগের প্রথম সারির নেতা ছিলেন। সালেহ ও উপদেষ্টা তৌহিদ হোসেন একসাথে কলকাতায় বাংলাদেশ মিশনে কাজ করেছেন এবং সালেহ-ই আবিদা ইসলামকে লন্ডনে পোস্টিং দেওয়ার জন্য তৌহিদকে অনুরোধ করেন।”

 

তিনি দাবি করেন, “সালেহ ও আবিদা ইসলাম মিলে শেখ হাসিনাকে লন্ডনে রাজনৈতিক আশ্রয় দেওয়ার পরিকল্পনা করছেন এবং একই সঙ্গে তারেক রহমানের বিরুদ্ধে ব্রিটিশ সরকারের অবস্থান নিতে একটি ষড়যন্ত্রমূলক মিশন বাস্তবায়ন করছেন।”

 

অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন স্ট‍্যান্ড ফর হিউম্যান রাইট্স এর সহ সভাপতি আবু বক্কর সিদ্দিকী ,শেরওয়ান আলী,রফিকুল ইসলাম, ষ্ট‍্যান্ড ফর হিউম্যান রাইটসের সহ সাধারন উজ্জল আলম চৌধুরী,সিনিয়র সদস্য বাচ্চু মিয়া , মো নিজাম উদ্দিন,রফিক আহমেদ, সহ সাধারণ সম্পাদক ইফতেখার হোসেন চৌধুরী সাকী, সহ সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক,সিনিয়র সদস‍্য রুমেল আলি,অর্থ সম্পাদক সাইফুল ইসলাম,সহ অর্থ সম্পাদক মো আল আমিন , ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ জুয়েল, সহ প্রচার সম্পাদক মোঃ মিনহাজ হক , সহ সাংস্কৃতিক সম্পাদক মোঃমিজানুর রহমান, সহকারী সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আমিনা ইসলাম তানিয়া,সদস‍্য রুবেল আহমেদ, সৈয়দ আশরাফুল আলম পিন্টু, জাকারিয়া আলি, রেজাউল করিম রাব্বি, মো ইউসুফ মিয়া ,আসরাফুল আলম, আল আমিন মিয়া, মো ইমন আলী, মো মনির হুসেন, রুমন আহমেদ,নাহিদ চৌধুরী , আমিন আকবর,জুনায়েদ আহমদ,আব্দুল আজীম,আরিফ হোসেন,আশরাফুল আলম শামীম,হোসাইন আহমদ, শাহ্ রুমন আহমদ

 

,মো ফজল আহমদ,মো রফিক মিয়া,আল আমিন মিয়া, কাইয়ুম লায়েক,নাজমুল আহমদ,মোঃআব্দুল হক, আমিন কবির সোহাগ,লায়েক আহমদ,সাইফুর রহমান,আরিফ হোসেন, মো:সিরাতুল ইসলাম আবির,শিব্বির রহমান শাবাব,মো: ফজল আহমদ,গোলাম ফারাবী আহমদ আলিফ,নাহিদ আহমেদ চৌধুরী,ফাহমিদ আহমদ, শাহ মোহাম্মাদ রুমন,গালিব আল সুয়েব, ফাহমিদা আক্তার ইপা, রাহমান ইমন প্রমুখ।

 

বক্তারা জোর দিয়ে বলেন, এই ষড়যন্ত্র বন্ধ করতে হলে আবিদা ইসলামের অবিলম্বে পদত্যাগ ও প্রত্যাহার প্রয়োজন।

এ সংক্রান্ত আরও সংবাদ

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

Add