প্রকাশিত: ৬:০৪ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০২৫
সুনামগঞ্জ জেলা প্রতিনিধ : সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নির্ধারিত স্থানে দ্রুত স্থাপনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(১৩ এপ্রিল) সকাল ১১ টায় শান্তিগঞ্জ বাজার চত্বরে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন পরিষদ আয়োজনে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য যে জায়গা নির্ধারণ করা হয়েছে তা উপযুক্ত জায়গা৷ এটি জেলার ১২ টি উপজেলার জন্য অত্যন্ত সুবিধা জনক স্থান। জেলা শহরের কতিপয় লোক সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে ষড়যন্ত্র করছেন৷ তারা তাদের উদ্দেশ্য হাসিলের জন্য বিশ্ববিদ্যালয়ের স্থান পরিবর্তনের পায়তারা করছেন৷ যেখানে জেলার সকল স্তরের মানুষ চান নির্ধারিত জায়গাতেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস স্থাপন হোক সেখানে তারা সেটা চান না। তারা চাচ্ছেন পৌরসভার ভিতরে ভারতের বর্ডার ঘেষা জায়গায় বিশ্ববিদ্যালয় হোক যেটা সুনামগঞ্জবাসী কখনোই মেনে নেবেনা৷ আমরা চাই নির্ধারিত জায়গায় দ্রুত সুবিপ্রবির ক্যাম্পাস নির্মাণ কাজ শুরু হোক। এটা আমাদের প্রাণের দাবী।
মানববন্ধনে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আনছার উদ্দিন, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফারুক আহমদ, নূর আলী, উপজেলা বিএনপির ১ম যুগ্ম আহবায়ক ও সাবেক চেয়ারম্যান রওশন খান সাগর, উপজেলা জামায়াতের আমির হাফেজ আবু খালেদ, শাহজালাল মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এনামুল কবির, পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান জায়গীরদার খোকন, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মহির উদ্দিন, সাবেক সহ-সভাপতি ইলিয়াস মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, জিয়াউর রহমান, উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ফরিদুর রহমান ফরিদ, জমিয়তের নির্বাহী সভাপতি মাওলানা খলিলুর রহমান, উপজেলা শ্রমিক কল্যাণের সেক্রেটারি মামুন আহমদ, কাঠইর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ইমরান আহমেদ, শিক্ষার্থী হাম্মাদ আযাদ রাহিম প্রমুখ৷এসময় বিভিন্ন উপজেলার শিক্ষার্থী ও সর্বস্তরের হাজারো মানুষের উপস্থিত ছিলেন।
মানববন্ধনের পর বিশ্ববিদ্যালয় নির্ধারিত স্থানে দ্রুত স্থাপনের দাবীতে সুনামগঞ্জের জেলা প্রশাসক ও সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে স্মারক লিপি প্রদান করেছেন বিশ্ববিদ্যালয়ের বাস্তবায়ন পরিষদের নেতৃবৃন্দ৷
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
Design and developed by Web Nest