ডিসেম্বরে নির্বাচন নিয়ে নতুন ‘ষড়যন্ত্র’ দেখছে বিএনপি

প্রকাশিত: ৮:৫২ অপরাহ্ণ, এপ্রিল ১১, ২০২৫

ডিসেম্বরে নির্বাচন নিয়ে নতুন ‘ষড়যন্ত্র’ দেখছে বিএনপি

নিউজ ডেস্ক : আসন্ন নির্বাচন নিয়ে রাজনীতিতে চলছে নানা আলোচনা-সমালোচনা। ঠিক কবে নির্বাচন হবে এমন সব নিয়ে প্রশ্নেই এখন উত্তাল রাজনীতির ময়দান।

এ নিয়ে পিছিয়ে নেই গ্রামের চায়ের দোকান থেকে সাধারন মুদি দোকানও। সবারই মনে প্রশ্ন ঠিক কবে হতে চলেছে আসন্ন নির্বাচন। এছাড়া সামাজিক যোগাযোগ মধ্যম তো এ বিষয়ের আলোচনায় এখন শীর্ষে।

 

এদিকে অন্তর্বর্তীকালীন সরকার বলছে, আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে দেশে একটি সুষ্ঠ নির্বাচন দেওয়ার কথা।

 

কিন্তু এ নিয়ে দ্বন্দ্বে ভুগছে দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি।

 

গত সোমবার (৭ এপ্রিল) স্থায়ী কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ভার্চুয়ালে এক বৈঠকে নেতারা বিশ্লেষণের মাধ্যমে মনে করেন, প্রধান উপদেষ্টার আশ্বাসের পরও চলতি বছরের ডিসেম্বরে সংসদ নির্বাচন নিয়ে নতুন ‘ষড়যন্ত্র’ দেখছেন তারা।

 

তারা মনে করছেন,  কয়েকটি মহল ও সরকারসংশ্লিষ্ট কিছু ব্যক্তিবিশেষ দুরভিসন্ধি থেকে নির্বাচন বিলম্বিত করার চক্রান্ত করছেন।

 

ঈদের আগেই বিএনপি ঘোষণা দিয়েছিল, ডিসেম্বরে সংসদ নির্বাচনের দাবিতে প্রয়োজনে রাজপথের কর্মসূচি দেবে তারা।

 

এ বিষয়ে ইতিমধ্যেই দলের নেতারা একাধিক বৈঠক করেছেন।

 

গত সোমবারের ওই বৈঠকে বিএনপি জানিয়েছে, আগামী ১৬ই এপ্রিল তারা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসবেন। যেখানে ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠানের জন্য ‘রোডম্যাপ দেয়ার আহ্বান’ জানাবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

Add