প্রকাশিত: ১:২৭ অপরাহ্ণ, এপ্রিল ১৪, ২০২৫
নিউজ ডেস্ক : মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীবৃন্দ দ্বারা পরিচালিত, মানবসেবায় নিয়োজিত স্বাধীনতা পদকপ্রাপ্ত স্বেচ্ছাসেবী সংগঠন সন্ধানী।
গত ১১ এপ্রিল ২০২৫ইং তারিখে সন্ধানী সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ ইউনিটের ২০২৩-২৪ সেশন কর্তৃক ২০২৪-২৫ইং সেশনের নিকট দায়িত্ব হস্তান্তর সভা অনুষ্ঠিত হয়।
ইতোপূর্বে সন্ধানী কেন্দ্রীয় পরিষদের আয়োজনে সন্ধানী সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ইউনিটের সহায়তায় অনুষ্ঠিত হয় সন্ধানী-র ৪৩তম কেন্দ্রীয় বার্ষিক সম্মেলন।
উক্ত সম্মেলনে নবগঠিত কার্যপরিষদটি অনুমোদনপ্রাপ্ত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন সন্ধানী সিওমেক ইউনিটের উপদেষ্টা ডা. মোশফিকুর রহমান পিন্টু স্যার, জুনিয়র কনসালটেন্ট, এনেস্থেসিয়া বিভাগ, উপদেষ্টা ডা. আফরিন জাহান আইয়ুব, উপদেষ্টা ডা. তানিয়া আক্তার এবং উপদেষ্টা ডা. মাসুদুল হাসান।
দায়িত্ব হস্তান্তর সভায় ২০২৪-২৫ সেশনের কেন্দ্রীয় প্রতিনিধি সাইফুল ইসলাম শাহারিয়া, সভাপতি মাহমুদুল হাসান নোমান ও সাধারণ সম্পাদক আলফাতুন্নেসা মুক্তা সহ মোট ২৮ সদস্য বিশিষ্ট কার্যপরিষদের নিকট ২০২৪-২৫ ইং সেশনের দায়িত্ব হস্তান্তরিত হয়।
নবগঠিত কার্যকরি পরিষদের দ্বায়িত্বপ্রাপ্তরা হলেন- কেন্দ্রীয় প্রতিনিধি: সাইফুল ইসলাম শাহারিয়া সভাপতি: মাহমুদুল হাসান নোমান,সহ-সভাপতি: হুমায়রা মাহজাবিন রিমি,সাধারণ সম্পাদক: আলফাতুন্নেসা মুক্তা,সহ-সাধারণ সম্পাদক: রাকিবুল ইসলাম রায়হান,সাংগঠনিক সম্পাদক: মোঃ রাউফুল ইসলাম, অর্থ সম্পাদক: মেহেরীন মেহনাজ, যুগ্ম অর্থ সম্পাদক ১: নাবিলা আজিজ লামিয়া
যুগ্ম অর্থ সম্পাদক ২: মেহনাজ হোসেন,ছাত্রকল্যাণ সম্পাদক: মোঃ আব্দুল্লাহ আল নোমান,যুগ্ম ছাত্রকল্যাণ সম্পাদক ১: রায়হান চৌধুরী, যুগ্ম ছাত্রকল্যাণ সম্পাদক ২: হুমায়রা আক্তার হাফসা, রোগীকল্যাণ সম্পাদক: মুহিবুর রহমান, যুগ্ম রোগীকল্যাণ সম্পাদক ১: রাইসা তাসনিম, যুগ্ম রোগীকল্যাণ সম্পাদক ২: তানভীর আহমেদ বিজয়,প্রচার ও প্রকাশনা সম্পাদক: মোঃ হাবিব, যুগ্ম প্রচার ও প্রকাশনা সম্পাদক ১: ইমামুস সালেহীন, যুগ্ম প্রচার ও প্রকাশনা সম্পাদক ২: মোঃ রাফসান অর রশীদ,দপ্তর সম্পাদক: সোহানা মেহজাবিন,যুগ্ম দপ্তর সম্পাদক: আমাতুর রহমান তাহিয়া,শিক্ষা গবেষণা ও পরিসংখ্যান সম্পাদক: যারিন হাদিকা উজমা ,যুগ্ম শিক্ষা গবেষণা ও পরিসংখ্যান সম্পাদক: আশিকা ফারজানা মিম,ডোনার ক্লাব ও সমাজকল্যাণ সম্পাদক: বিজয় পাল জয়
ড্রাগ ব্যাংক সম্পাদক: আয়শা সুলতানা,যুগ্ম ড্রাগব্যাংক সম্পাদক: উবাদা সামিদ বিন ইসলাম রাফি, কার্যকারী সদস্য ১: সামিয়া তাবাস্সুম কার্যকারী সদস্য, ২: তাসনিহা ইসলাম প্রাপ্তি, কার্যকারী সদস্য ৩: সুবহাতুন ইসলাম সূহা দায়িত্ব হস্তান্তর শেষে নবগঠিত কার্যকরি পরিষদের সদস্যদের শপথ পাঠ করান বিদায়ী সেশনের কেন্দ্রীয় প্রতিনিধি ডা. মো. জাকারিয়া হোসেন।
পরবর্তীতে আলোচনা সভায় সর্বসম্মতিক্রমের ভিত্তিতে উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। নব গঠিত উপদেষ্টা পরিষদের মধ্যে উপস্থিত ছিলেন উপদেষ্টা ডা. মো. জাকারিয়া হোসেন, উপদেষ্টা ডা. মো. মারুফ হাছান, উপদেষ্টা মো. লিয়াকত হোসেন রাকিব।
দায়িত্ব হস্তান্তর শেষে, বিগত কার্যবর্ষের উপর আলোকপাত এবং নবগঠিত পরিষদকে শুভেচ্ছা বিনিময় হয়।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
Design and developed by Web Nest