‘নেইমার ছাড়া বিশ্বকাপ জিততে পারবে না ব্রাজিল’

প্রকাশিত: ৫:৪২ অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২৫

‘নেইমার ছাড়া বিশ্বকাপ জিততে পারবে না ব্রাজিল’

4

স্পোর্টস ডেস্ক : নেইমার না থাকলে ব্রাজিল বিশ্বকাপ জিততে পারবে না বলে মন্তব্য করেছেন দেশটির কিংবদন্তি রোমারিও।

 

সম্প্রতি দুবার বিশ্বকাপ জেতা এই কিংবদন্তি এক পডকাস্ট অনুষ্ঠানে বলেন, ‘যদি নেইমার ফিট থাকে, তাহলেই বিশ্বকাপ জয়ের সুযোগ আছে ব্রাজিলের। ১৯৬২ সালে ব্রাজিল গারিঞ্চার জন্য, ’৭০ সালে পেলে, ’৯৪ সালে রোমারিও এবং ২০০২ সালে রোনালদোর জন্য খেলেছে। ২০২৬ সালে যদি তারা নেইমারের জন্য না খেলে, তাহলে (বিশ্বকাপ) জিততে পারবে না।’

4

 

নেইমারের বয়স এখন ৩২, বিশ্বকাপের সময় হবে ৩৪। ফলে ২০২৬ আসরই হতে পারে তার শেষ বিশ্বকাপ। সিএনএন স্পোর্টকে দেওয়া সাক্ষাৎকারে কয়েকদিন আগে নেইমার নিজেও সেটাকেই ক্যারিয়ারের শেষসীমা বলে ইঙ্গিত দিয়েছেন, ‘আমি চেষ্টা করব ২০২৬ বিশ্বকাপে খেলার। জানি, এটাই আমার শেষ বিশ্বকাপ। শেষ সুযোগ। আমি সব রকম চেষ্টাই করব।’

 

8

২০২২ কাতার বিশ্বকাপের পর থেকে উত্থান-পতন দেখেছে সর্বোচ্চ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। স্থায়ী কোচ দরিভাল জুনিয়রের অধীনেও তারা ম্যাচ জয়কে অভ্যাসে পরিণত করতে পারেনি।

2

 

তিনি দায়িত্ব নেওয়ার পর ব্রাজিল ১৪ ম্যাচ খেলেছে। এরমধ্যে ছয়টি জয়, দুই হার এবং সাত ড্র। কাক্সিক্ষত সাফল্য ও ছন্দ ধরে রাখতে না পারায় লাতিন অঞ্চলের ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের পয়েন্ট টেবিলে শীর্ষ তিনে নেই ব্রাজিল। তাদের অবস্থান পাঁচ নম্বরে।

7

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
8