কোম্পানীগঞ্জে আ.লীগ নেতার ভাইয়ের অভিনব প্রতারণা

প্রকাশিত: ৭:১২ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০২৪

কোম্পানীগঞ্জে আ.লীগ নেতার  ভাইয়ের অভিনব প্রতারণা

নিউজ ডেস্ক : সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় এক আওয়ামী লীগ নেতার ভাইয়ের বিরুদ্ধে অভিনব কৌশলে প্রতরণার অভিযোগ উঠেছে। উপজেলা সমাজসেবা কার্যালয় থেকে এক দশক আগে ২০ জন উপকারভোগীর নামে ৪ লাখ টাকা ঋণ নিয়ে পরিশোধ না করার অভিযোগ উঠেছে কাঠালবাড়ি পল্লী উন্নয়ন সংস্থার সভাপতি মো. আখতারুজ্জামানের বিরুদ্ধে। তিনি উপজেলার কাঠালবাড়ি গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে ও ১ নং ইসলামপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি মো. হাবিবুল্লাহ জাবেদের বড়ভাই।

 

জানা যায়, কোম্পানীগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয়ের আওতাধীন পল্লী সমাজসেবা (আরএসএস) প্রকল্পের আওতায় ২০১৪ সালে ২০ জন উপকারভোগীর মাঝে বিশ হাজার টাকা করে মোট চার লাখ টাকা ঋণ প্রদান করা হয়। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে সেই ঋণ পরিশোধ করেননি গ্রহীতারা। পরবর্তীতে সমাজসেবা কার্যালয় থেকে ঋণ আদায়ের জন্য উপকারভোগীদের বাড়িতে গেলে জানা যায় ভিন্ন তথ্য। সমাজসেবা কার্যালয় থেকে ঋণ নেওয়ার কথা বেমালুম অস্বীকার করেন উপকারভোগীরা। পরে খোঁজ নিয়ে জানা যায়, সমাজসেবা কার্যালয়ের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীর যোগসাজোশে ভুক্তভোগীদের নামে ঋণ উত্তোলন করে আত্মস্বাৎ করেছেন কাঠালবাড়ি পল্লী উন্নয়ন সংস্থার (কেআরডিএ) সভাপতি মো. আখতারুজ্জামান।

 

উপজেলা সমাজসেবা কার্যালয় থেকে নোটিশ পাঠানো হলে ভুক্তভোগীরা কার্যালয়ে উপস্থিত হয়ে জানান, তাদের নিকটাত্মীয় আখতারুজ্জামান জৈব সার উৎপাদন, হাস মুরগী পালন ও সবজি চাষ কিভাবে করতে হবে সে বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার কথা বলে তাদের কাছ থেকে জাতীয় পরিচয়পত্র ও ছবি সংগ্রহ করেন। পরবর্তীতে তাদের অজান্তেই সমাজসেবা থেকে ঋণের টাকা উত্তোলন করে আত্মস্বাৎ করেছেন।

 

কোম্পানীগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয় থেকে বারবার আখতারুজ্জামানের কাছে ঋণের টাকা ফেরত চাওয়া হলেও, তিনি উল্টো সমাজসেবা অফিসারকে বিভিন্নভাবে হুমকি প্রদান করেন। ২০২৩ সালের ১৭ আগস্ট জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালকের কাছে আখতারুজ্জামানের বিরুদ্ধে একটি অভিযোগ (স্মারক নং-৪১.০১.৯১২৭.০০০.০৪.০১৮.২৩.৫৭) করেন কোম্পানীগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার মো. আবু ছাইদ মিয়া। ওই অভিযোগপত্রে আখতারুজ্জামানের সংগঠন কাঠালবাড়ি পল্লী উন্নয়ন সংস্থার (কেআরডিএ) সকল কার্যক্রম স্থগিত রেখে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানান উপজেলা সমাজসেবা কর্মকর্তা।

 

অনুসন্ধানে জানা গেছে, আখতারুজ্জামানের ছোটভাই এম হাবিবুল্লাহ জাবেদ কোম্পানীগঞ্জের ১ নং ইসলামপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি। এছাড়া তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় সদ্য গ্রেপ্তার হওয়া কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আপ্তাব আলী কালা মিয়ার ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিতি। ছোট ভাইয়ের দলীয় প্রভাব খাটিয়েই এক দশক ধরে ঋণ পরিশোধ করেননি আখতারুজ্জামান। সমাজসেবা কার্যালয়ের কর্তারাও তাকে বেশ ঘাটাতে সাহস পাননি এতদিন। সম্প্রতি রাজনৈতিক পটপরিবর্তনের পর বিষয়টি আবারও সামনে এসেছে। এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত মো. আখতারুজ্জামানের মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি রিসিভ করেন নি।

 

এ ব্যাপারে কোম্পানীগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবু ছাইদ মিয়া জানান, যখন কোনো কিছুতেই তিনি ঋণের টাকা ফেরত দিচ্ছিলেন না, এমতাবস্থায় ২০২৩ সালের আগস্ট মাসে জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক বরাবরে আমি অভিযোগ দেই। এরপর চাপে পড়ে কিছু টাকা দিয়েছিলেন আখতারুজ্জামান। কিন্তু বাকি টাকা এখনো বকেয়া। আমরা চেষ্টা করছি। সঠিক কত টাকা বকেয়া রয়েছে সেটা ফাইল দেখে জানাতে হবে।

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন