প্রকাশিত: ১০:৩১ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২৪
নিউজ ডেস্ক : শুক্রবার (১ নভেম্বর) থেকে পলিথিন ব্যাগ ব্যবহারে সরকার নিষেধাজ্ঞা দিলেও সিলেটে তা মানছেন না অনেকেই। ব্যবহারকারীরা বলছেন, পলিথিনের বিকল্প সামগ্রী সহজলভ্য না হওয়ায় হঠাৎ করেই নিয়ম মানা যাচ্ছে না। ফলে পলিথিনের ব্যবহার বেড়ে চলেছে। তবে রোববার (৩ নভেম্বর) থেকে নিষিদ্ধ পলিথিন ব্যবহারের বিরুদ্ধে অ্যাকশনে নামছে সিলেট পরিবেশ অধিদপ্তর।
খোঁজ নিয়ে জানা গেছে, মহানগরীর বিভিন্ন বাজার ও শপিং মলে এখনও ব্যবহার করা হচ্ছে নানা ধরণের পলিথিন ব্যাগ। প্রতি বছর বিভিন্ন উৎস থেকে গড়ে প্রায় কয়েক হাজার টনের ওপর লেমিনেটেড প্লাস্টিকের বর্জ্য উৎপন্ন হয়, যা মানবস্বাস্থ্য ও পরিবেশের জন্য হুমকিস্বরূপ। এছাড়াও বিভিন্ন মাছ বাজারে সবচেয়ে বেশী পলিথিন ব্যবহার হয়।
মহানগরীর লালবাজার বাজারের মাছ বিক্রেতারা জানান, মাছ কেনার সময় বেশিরভাগ ক্রেতা সঙ্গে কোনো কিছু আনেন না। ফলে বাধ্য হয়ে পলিথিন দিতে হয়।
এ ব্যাপারে সিলেট জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. বদরুল হুদা বলেন, সরকার নিষেধাজ্ঞা দেওয়ার পর গত ১ ও ২ নভেম্বর পলিথিন বন্ধে সচেতনতা তৈরি করতে প্রচারণা করা হচ্ছে। রোববার (৩ নভেম্বর) থেকে পলিথিন বন্ধে ভ্রাম্যমাণ আদালত মহানগরে অভিযান চালাবে।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
Design and developed by Web Nest