সিলেটে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

প্রকাশিত: ৫:৪৮ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০২৪

সিলেটে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক : “স্বাস্থ্য সুরক্ষায় পরিষ্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ” শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে মালিনীছড়া চা-বাগানের রাগীব রাবেয়া প্রাইমারি বিদ্যালয়ে “বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৪” পালিত হয়েছে । ৩১ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১২টায় ।

 

জেলা প্রশাসক বলেন, “হাত ধোয়া আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রতিদিন নিয়ম মেনে হাত পরিষ্কার করলে অনেক জীবাণু ধ্বংস হয়ে যায়। এতে আমরা শারীরিকভাবে অনেকটা সুস্থ থাকি।”

সিলেটে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

ইউনিসেফ এর সহযোগিতায় ও সিলেট বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে চা-বাগানের রাগীব রাবেয়া প্রাইমারি বিদ্যালয়ে এক আলোচনা সভা আয়োজন করা হয় ।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুকের বাজার ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান, জেলা জনস্বাস্থ্য প্রকৌশলী, সদর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী, সিভিল সার্জন অফিসের প্রতিনিধি মেডিকেল অফিসার, সুশীলন এসবিসি প্রকল্পের সিলেট সিটি করপোরেশন, সিলেট সদর উপজেলার কর্মীবৃন্দ, সুশীলন এসবিসি প্রকল্পের ভলেন্টিয়ার  এবং স্কুলের শিক্ষক ছাত্র-ছাত্রী বৃন্দ প্রমুখ।

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন