প্রকাশিত: ১১:৩১ পূর্বাহ্ণ, অক্টোবর ১৮, ২০২৪
নিউজ ডেস্ক : ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মধ্যরাতে ভূমিকম্প অনুভূত হয়েছে। অল্প সময়ের ব্যবধানে বাংলাদেশ ও ভারতের মেঘালয় রাজ্যের সীমান্তবর্তী এলাকায় আরেকটি ভূমিকম্প অনুভূত হয়। এদুটি ভূমিকম্পের মাত্রা ছোট হলেও আগামী ২৪ ঘন্টায় আরও ভূমিকম্পের আশংকা করছেন আবহাওয়াবিদরা।
বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বৃহস্পতিবার রাত ১২টা ৪৩ মিনিটে ৪.১ মাত্রার এ কম্পন অনুভূত হয় বলে ভলকানো ডিসকভারি নিশ্চিত করে।
এর পরে বাংলাদেশ ও ভারতের মেঘালয় রাজ্যের সীমান্তবর্তী এলাকায় আর একটি ভূমিকম্প আঘাত করে। এটি ছিল ৩ দশমিক ৬ মাত্রার।
বাংলাদেশে অনুভূত ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ভলকানো ডিসকভারির ওয়েবসাইটে জানানো হয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকা থেকে ৪১ কিলোমিটার দক্ষিণে। এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।
এতে আরও বলা হয়, ঢাকা ছাড়াও চট্টগ্রাম ও বরিশাল বিভাগে ভূমিকম্প অনুভূত হয়, যার মাত্রা ছিল ৪.১।
যেসব অঞ্চলে কম্পন অনূভূত হয় সেগুলো হলো- ঢাকা, মাদারীপুর, শরীয়তপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, চাঁদপুর, ফরিদপুর, লক্ষ্মীপুর, গাজীপুর, গোপালগঞ্জ, নড়াইল, ভোলা, কুমিল্লা, টাঙ্গাইল, ব্রাহ্মণবাড়িয়া, পিরোজপুর, যশোর, খুলনা, কিশোরগঞ্জ ও সিরাজগঞ্জ।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest