সারী,৩ ও শ্রীপুরে প্রশাসনের অভিযান অবৈধ বালু পাথর জব্দ

প্রকাশিত: ৯:৪৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২৪

সারী,৩ ও শ্রীপুরে প্রশাসনের অভিযান অবৈধ বালু পাথর জব্দ

জৈন্তাপুর উপজেলা প্রতিনিধি : জৈন্তাপুরে পৃথক দুইটি অভিযানে নিষেধাজ্ঞা অমান্য করে উত্তোলনকৃত বালু ও পাথর জব্দ করা হয়েছে। ওদিন সারী নদীর তীরে লালাখাল এলাকায় ও ৪ নং বাংলা বাজার ঘাটে অভিযান চালায় জৈন্তাপুর উপজেলা প্রশাসন।

 

বৃহস্পতিবার ( ২৬শে সেপ্টেম্বর) দূপুর ২:০০ ঘটিকায় সারী নদীর তীরবর্তী সারী-৩ এলাকায় অভিযানে আসেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া। এ সময় উচ্চ আদালত কর্তৃক বালু উত্তোলনের নিষেধাজ্ঞা অমান্য করে লালাখাল রিভারকুইন রেষ্টুরেন্ট সংলগ্নঘাটে বালু উত্তোলন করার প্রমান পায় প্রশাসন। এ সময় নদীর পাড়ে স্তুপ করে রাখা ৪০০ ঘনফুট বালু জব্দ করা হয়। এ সময় জৈন্তাপুর মডেল থানার উপ পরিদর্শক এ এম এম আশরাফুল হক সহ সঙ্গীয় পুলিশ ফোর্স ও স্হানীয় সাবেক ইউপি সদস্য আব্দুল মজিদ, চারিকাঠা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শামসুজ্জামান সেলিম ও সারী বারকি শ্রমিক সংগঠনের সভাপতি আমির আলি উপস্থিত ছিলেন।

 

এর আগে বেলা ১২:০০ ঘটিকায় ২ নং জৈন্তাপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত ৪ নং বাংলা বাজার এলাকায় অভিযান চালায় উপজেলা প্রশাসন। এ সময় অবৈধভাবে রাংপানি নদী থেকে বালু উত্তোলন কাজে ব্যবহারের অভিযোগে একটি ফেলুডার জব্দ করা হয়। পাশাপাশি নদীর তীরবর্তী এলাকা থেকে এক হাজার ঘনফুট বালু ও ২০০ ঘনফুট পাথর জব্দ করা হয়।

 

এ সময় প্রশাসন ও পুলিশের পাশাপাশি আরো উপস্থিত ছিলেন ২ নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান আলমগীর হোসেন, সিলেট জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আবুল হাসিম সহ অন্যান্যরা।

এ বিষয়ে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া বলেন, সিলেট জেলার মান্যবার জেলা প্রশাসক মহোদয়ের সার্বিক দিকনির্দেশনা মোতাবেক বৃহস্পতিবার অবৈধ বালু পাথরের উপর অভিযান পরিচালিত হয়েছে। পরবর্তীতে প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন