সিলেটে একইদিনে ব.জ্র.পা.তে ৫ জনের মৃ.ত্যু

প্রকাশিত: ১০:২৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২৪

সিলেটে একইদিনে ব.জ্র.পা.তে ৫ জনের মৃ.ত্যু

নিউজ ডেস্ক : সিলেটে একদিনে পৃথক স্থানে বজ্রপাতে ৫ জনের মৃত্যু হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) সিলেটের কানাইঘাট, জৈন্তাপুর ও বিশ্বম্ভরপুরে এসব ঘটনা ঘটে। এর মধ্যে কানাইঘাটে ২ জন, জৈন্তাপুরে ২ জন ও বিশ্বম্ভরপুরে ১ জন মৃত্যুবরণ করেন।

 

জানা যায়, শনিবার সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদ ইউনিয়নের কেউটিহাওর গ্রামের জমশেদ আলীর ছেলে কালা মিয়া (৩৫) ও কানাইঘাট পৌরসভার উত্তর দলইরমাটি গ্রামের তুতা মিয়ার ছেলে নূর উদ্দিন (৫৮) বজ্রপাতে মারা যান।

 

তাদের মধ্যে কেউটিহাওর গ্রামের কালা মিয়া (৩৫) শনিবার দুপুর ২টার দিকে বাড়ির পাশে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মারা যান।একইদিন বিকাল ৩ টার দিকে উত্তর দলইরমাটি গ্রামের নূর উদ্দিন (৫৮) বাড়ির পাশে মাঠে কাজ করতে গিয়ে বজ্রপাতে মারা যান।

 

তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কানাইঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা নাসরীন।

 

তিনি বলেন, বজ্রপাতে পৃথকস্থানে দুজন ব্যক্তি মারা গেছেন বলে জেনেছি। আমরা তাদের তথ্য যাচাই-বাচাই করে সহায়তার বিষয়ে সিদ্ধান্ত নেবো।

 

একইদিন জৈন্তাপুর ইউনিয়নের আগফৌদ গ্রামের নূরুল হকের ছেলে নাহিদ আহমদ (১৩) ও একই ইউনিয়নের ভিত্রিখেল ববরবন্দ গ্রামের কালা মিয়ার ছেলে আব্দুল মান্নন মনই (৪৫) বজ্রপাতে মারা গেছেন।

 

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, বজ্রপাতে মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। এ ঘটনায় মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রস্তুত করা হয়েছে।

 

ঘটনাটি দুঃখজনক উল্লেখ করে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে সালিক রুমাইয়া, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারগুলোর তথ্য সংগ্রহ করা হচ্ছে। তিনি বজ্রবৃষ্টি চলাকালে সকলকে বাড়তি নিরাপত্তা অবলম্বন করে নিরাপদ আশ্রয়ে থাকার অনুরোধ জানিয়েছেন।

 

এছাড়াও, শনিবার দুপুরে বৃষ্টিতে লাকড়ি ভেজা থেকে রক্ষা করতে গিয়ে বজ্রপাতে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর এক কৃষক নিহত হয়েছেন। নিহত কৃষক উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের সিরাজপুর চরপাড়ার দ্বীন ইসলাম(৪৫)।

 

স্থানীয় ইউপি সদস্য মো.কামাল হোসেন বলেন, সকালের দিকে বৃষ্টি শুরু হলে বাড়ির সামনে জমিতে শুকাতে দেয়া লাকড়ী তুলতে যান দ্বীন ইসলাম। বৃষ্টির সাথে বজ্রপাত হলে একটি বজ্র এসে দ্বীন ইসলামের উপর আঘাত আনে। সেখানেই মৃত্যু হয় তার।

 

এব্যাপারে বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাউসার আলম বলেন, সকালের দিকে হঠাৎ বজ্র এবং বৃষ্টি শুরু হয়। এসময় হাওর থেকে লাকড়ী নিয়ে ফেরার পথে এক কৃষকের প্রাণ যায়। মরদেহ পরিবারের কাছেই আছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন