প্রকাশিত: ১:৪৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২৪
নিজস্ব প্রতিবেদক : প্রচণ্ড গরমে একপ্রকার অস্থির হয়ে উঠেছেন সিলিটেবাসী। বৃষ্টির প্রতীক্ষায় দিন কাটছে মানুষের। দেশের কোথাও কোথাও দু’এক পশলা বৃষ্টিপাত হলেও সিলেটে গত কয়েকদিন বৃষ্টি হয়নি। অবশেষে সিলেটে দেখা মিললো বৃষ্টির। এতে স্বস্তি ফিরেছে নগরজীবনে।
শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে সিলেটে আবারও বৃষ্টি নামে। এ সময় নগরীর জনজীবন স্থবির হয়ে গেলেও স্বস্তির নিশ্বাস নিয়েছেন নগরবাসী।
শনিবার দুপুর পর্যন্ত সিলেটে ছিল কাঠফাটা রোদ। হঠাৎ বৃষ্টিতে কিছুটা স্বস্তি মেলে নগরজীবনে। গত কয়েক দিনের ভ্যাপসা গরমে একটু বৃষ্টির অপেক্ষায় ছিলেন মানুষজন। এই বৃষ্টির কারণে কমেছে দুর্ভোগ।
গত কয়েকদিন সিলেটজুড়ে অসহনীয় গরমে ছিল প্রাণ ওষ্ঠাগত। ধারাবাহিক তাপমাত্রা বাড়ার কারণে গরমে অস্বস্তিকর পরিস্থিতিতে মানুষকে। বৃহস্পতিবার সিলেটের তাপমাত্রা ছিলো এ মাসের সর্বোচ্চ।
আবহাওয়া অফিস জানিয়েছে সিলেটে সাধারণত এপ্রিল-মে-জুন এই মাস গরম থাকে। তবে অতিথের পর্যবেক্ষনে দেখা গেছে সিলেটে সেপ্টেম্বর এমনকি অক্টোবর পর্যন্ত তীব্র গরম অনুভূত হয়েছে। এটি সিলেটের জন্য নতুন কিছু নয়।
সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজিব হোসাইন বলেন, সিলেট আগামী কয়েকদিন গরম কমার সম্ভাবনা নেই। বৃষ্টি হলেও গরম থাকবে। তবে চলতি মাসের শেষের দিকে তাপমাত্রা কিছুটা সহনীয় হবে। শেষ রাতের দিকে মিলতে পারে ঠান্ডার অনুভূতি। অক্টোরের শুরুর দিকে শীত নামতে পারে।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
Design and developed by Web Nest