কোম্পানীগঞ্জে সমন্বয়ক সেজে চাঁদাবাজি, ৯ জনকে আটক করলো জনতা

প্রকাশিত: ৯:৩৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২৪

কোম্পানীগঞ্জে সমন্বয়ক সেজে চাঁদাবাজি, ৯ জনকে আটক করলো জনতা

নিউজ ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয় দিয়ে সিলেটের কোম্পানীগঞ্জের দয়ার বাজার এলাকায় শ্রমিকদের কাছ থেকে চাঁদাবাজির অভিযোগে ৯ জনকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

 

তারা সকলেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে জড়িত ছিলেন ও নিজেদেরকে সমন্বয়ক হিসেবে পরিচিত দিতেন বলে জানা গেছে।

 

তাদের বিরুদ্ধে কালীবাড়ি গ্রামের নূর আহমদ বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।

 

অভিযুক্তরা হলেন-আবু সাঈদ রবিন (২২), শাহ জাহান আহমদ (২৯), আরিফ হাসান জুবায়ের (২৭), মো.রাজন মিয়া (২৫), দিদার হোসেন (২৫), সেলিম মিয়া (২৫), মো.রফিকুল ইসলাম (২৬), নাসির মিয়া (২৫), সোলায়মান (২৭)।

 

মামলার বাদী নূর আহমদ জানান, রাতে আমরা খবর পাই ছাত্র সমন্বয়ক দাবি করে শ্রমিকদের কাছ থেকে কারা চাঁদা দাবি করছে। এমন সংবাদ পেয়ে আমরা সরেজমিনে গিয়ে দেখি তারা দয়ার বাজারের উত্তরে নৌকাঘাটে শ্রমিকদের সাথে চিল্লা চিল্লি করছে এবং তাদেরকে দৌঁড়াচ্ছে। এসময় তারা শ্রমিকদেরকে ৫০০-১ হাজার টাকা দিতে বলে। তখন এলাকার লোকজন নিয়ে আমরা তাদেরকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করি।

 

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.বদিউজ্জামান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে এলাকাবাসী তাদেরকে আটক করে আমাদের খবর দেন। আমরা গিয়ে তাদেরকে নিয়ে এসেছি। ইতিমধ্যে তাদেরকে কোর্টে প্রেরণ করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

নামাজের সময়সূচী সেপ্টেম্বর মাস-২০২৪

নামাজের সময়সূচি
> ফজর- ৪:২৯ মিনিট।
> জোহর- ১১:৫৮ মিনিট।
> আসর- ৪:২১ মিনিট।
> মাগরিব- ৬:০৮ মিনিট।
> ইশা- ৭:২৩ মিনিট।

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন